বাংলা

যে কারণে চীনা যুবকরা চাকরির পাশাপাশি রাতের স্কুলে পড়তে আগ্রহী

CMGPublished: 2023-12-11 17:20:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মোদ্দাকথা, নাইট স্কুলের ব্যাপক জনপ্রিয়তা মধ্যবয়সী ও তরুণ-তরুণীদের শিল্পকলা শেখার আগ্রহের প্রতিফলন। আরও অনেক তরুণ-তরুণী ব্যস্ত জীবনের মূল কাজে জড়িত থাকার পাশাপাশি নিজের প্রিয় বিষয় নিয়ে পড়াশোনা বা গবেষণা করবেন বলে আশা করা যায়। নাইট স্কুল প্ল্যাটফর্মে তরুণ-তরুণীরা সাধারণ পড়াশোনা ছাড়াও অনেক নতুন বিষয় নিয়ে পড়তে পারেন।

এ সম্পর্কে বেইজিং নর্মোল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা গবেষণাকেন্দ্রের সহকারী অধ্যাপক চাং হুয়া চুন বলেন, নাইট স্কুল তরুণ-তরুণীদের আত্মার খোরাক যোগাতে ও তাদের স্বপ্ন পূরণে সক্ষম। তাঁরা নিজেদের প্রচেষ্টায় প্রিয় শখের বিষয় আরও ভালো করে শিখতে পারে, যা চীনের ‘আজীবন শিক্ষা’ ধারণার সাথে সঙ্গতিপূর্ণ।

বস্তুত, নাইট স্কুল জনসংস্কৃতির সম্প্রচার ও আদান-প্রদানের প্ল্যাটফর্ম। এখানে সাধারণ মানুষ আজীবন লেখাপড়ার সুযোগ পেতে পারে। নাইট স্কুলে কেবল নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করা যায় তা নয়, বরং তরুণ-তরুণীরা নিজেদের জীবন আরও সমৃদ্ধ ও মজাদার করতে পারে; সুখী হতে পারে। তাই নাইট স্কুল কেবল বহুমুখী ও গুণগত মানের লেখাপড়ার প্ল্যাটফর্ম নয়, বরং আজীবন শিক্ষাকে সম্ভব করে তোলে।

কুয়াংচৌ শহরের একটি যুব নাইট স্কুলে হিপ-হপ ক্লাসের শিক্ষার্থী সিয়াও ইয়ান বহু যুব-শিক্ষার্থীর একজন। হিপ-হপ তাঁর জন্য বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। এ সম্পর্কে সিয়াও ইয়ান স্মরণ করে বলেন, ‘ছোটবেলা থেকে আমি নৃত্য বেশ পছন্দ করি। বাড়িতে আয়নার সামনে নিয়মিত নৃত্য করি। তবে আমার চরিত্র অন্তর্মুখী এবং আমি একটু মোটা। তাই অনেকের সামনে দাঁড়িয়ে নৃত্য করতে ভয় পাই এবং কখনও এ স্বপ্ন পরিবারের সদস্যদের সাথে শেয়ারও করিনি। তবে নৃত্যের কথা কখনো ভুলে যাইনি।’ হঠাত্ একদিন নাইট স্কুলের নৃত্য ক্লাসের নিবন্ধন বিজ্ঞপ্তি দেখতে পান সিয়াও ইয়ান। তখন তিনি নৃত্য ক্লাসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। হিপ হপ শেখার শুরুর দিকে তিনি ভালো করে নৃত্য করতে পারতেন না। বিভিন্ন ভঙ্গিও ঠিকঠাক করতে পারতেন না। তবে ধীরে ধীরে টানা আধা মিনিটের মতো নৃত্যের ভঙ্গি শিখতে পারেন এবং নৃত্যের মজাও অনুভব করতে শেখেন। মেয়ে সিয়াও ইয়ানের জন্য নাইট স্কুলে নৃত্য শেখার সিদ্ধান্ত নৃত্যের চেয়েও আরও গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে সিয়াও ইয়ান বলেন, “চলতি বছর আমি নতুন চাকরি নিয়েছি। একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে শুরু করি। তাই জীবনযাপনের ছন্দ ও অর্থনৈতিক চাপের সম্মুখীন হই। অনেক সময় বাড়িতে কাজ নিয়েও উদ্বিগ্ন থাকতে হয়। নাইট স্কুল আমার নৃত্যের স্বপ্ন পূরণ হয়েছে এবং আমার মন ও শরীর শান্ত হয়েছে। ক্লাসের সহপাঠীদের সাথে আড্ডা দিতে আমি খুব পছন্দ করি।”

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn