বাংলা

যে কারণে চীনা যুবকরা চাকরির পাশাপাশি রাতের স্কুলে পড়তে আগ্রহী

CMGPublished: 2023-12-11 17:20:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অনেক যুবক মনে করেন, নাইট স্কুল তাদের কাছে ‘শিল্পের প্রশিক্ষণ ক্লাস’। দীর্ঘকাল ধরেই চীনাদের মধ্যে শিল্পকলা শেখা জনপ্রিয়। বাচ্চাদের পাশাপাশি অবসরপ্রাপ্তরাও আজকাল শিল্পকলা শেষেন। এই সেদিনও তরুণ-তরুণীদের মধ্যে শিল্পকলার প্রশিক্ষণ কোর্সকারীর সংখ্যা খুবই কম ছিল। তবে, বর্তমানে চীনা তরুণ-তরুণীদের মধ্যে নাইট স্কুলের জনপ্রিয়তা থেকে বোঝা যায়, সাংস্কৃতিক শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ছে। তবে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের কারণে অনেকে তাদের চাহিদাকে দমনও করছেন। তাই কম খরচে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ক্লাসের অংশগ্রহণের সুযোগ পাওয়া চীনা তরুণ-তরুণীদের জন্য গুরুত্বপূর্ণ।

শুরুতে শাংহাই শহরের নাইট স্কুলের ক্লাসের ধরন বেশি ছিল না। তবে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে, এখন অনেক নতুন নতুন বিষয় যুক্ত করা হয়েছে। নতুন ধরনের ক্লাস চালু হওয়ায় ও ফি-ও তুলনামূলকভাবে অনেক কম হওয়ায়, তরুণ-তরুণীদের মধ্যে আজকাল নাইট স্কুল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গত ৭ বছর ধরে শাংহাই নাইট স্কুলের ক্লাস সংখ্যা ১২টি, মোট ফি ৫০০ ইউয়ান। প্রতি ক্লাসের জন্য মাত্র ৪০ ইউয়ানের মতো। সবার জন্যই এই দাম আকর্ষণীয়। তা ছাড়া, নাইট স্কুলের ক্লাসের সময় সাধারণ রাতে। তখন ট্রাফিকের ঝামেলা কম থাকে। তাই কেবল শাংহাইয়ে নয়, কুয়াংচৌসহ বিভিন্ন বড় শহরে তরুণ-তরুণীদের মধ্যে নাইট ক্লাস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কুয়াংচৌ শহরের নাইট স্কুলে ১৮ থেকে ৪৫ বছর বয়সী তরুণ-তরুণীদের আর মধ্যবয়সীদের বেশি দেখা যায়। সাধারণত প্রতি শুক্রবার রাত সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত এ ক্লাস চলে। কর্মজীবী তরুণ-তরুণীদের জন্য এটা গ্রহণযোগ্য।

নাইট স্কুলের বিভিন্ন প্রশিক্ষণ ক্লাস চালু করার আগে তরুণ-তরুণীদের মধ্যে সংশ্লিষ্ট জরিপ করা হয়। তাদের প্রিয় বিষয় বিবেচনা করে যথাযথভাবে ক্লাসের ধরণ সমন্বয় করা হয়। এভাবে তরুণ-তরুণীদের নাইট স্কুলের প্রতি আগ্রহ আরও বাড়ছে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn