পূর্ব এবং পশ্চিমের মেলবন্ধন- যৌথভাবে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি সুন্দর অধ্যায় রচনা করেছে
দুই ঘন্টারও বেশি সময় ধরে পরিবেশনা চলে। শীতের রাতে থ্যাংকস গিভিং উৎসবের ছুটির মধ্যে এই পরিবেশনা দেখতে এক হাজারের বেশি দর্শক অংশ নেন।
গুজেং, বীণা এবং অর্কেস্ট্রায় পরিবেশিত "ইটারনাল রিভার" ছিল মন তাজা করা, মিষ্টি এবং ছন্দময়।
গীতি কবিতা "তুমি আমার বাম হাত" ছিল সুরেলা এবং মোহময়।
চীনা পৌরাণিক কাহিনী ‘নুওয়া আকাশকে ঠিক করেন’ থেকে অনুপ্রাণিত ‘পাঁচ রঙের পাথর’ পরিবেশনাটি দর্শককে চমৎকৃত ও মুগ্ধ করে। অনেকক্ষণ ধরে উষ্ণ করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।