পূর্ব এবং পশ্চিমের মেলবন্ধন- যৌথভাবে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি সুন্দর অধ্যায় রচনা করেছে
"চীন-অস্ট্রেলিয়া চা সংস্কৃতি ও পর্যটন সপ্তাহ" এর উদ্বোধনী অনুষ্ঠান এবং ল্যাঙ্কাং-মেকং পর্যটন সহযোগিতা ইভেন্ট সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে। এর প্রতিপাদ্য ছিল ‘একই নদীর জল পান করে এক পরিবারের মতো হই।’
অস্ট্রেলিয়ায় চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর সিয়াও সিয়া ইয়ং অনুষ্ঠানে তার বক্তৃতায় বলেন, ‘চা চীনা সভ্যতা এবং বিশ্বের অন্যান্য সভ্যতার মধ্যে আদান-প্রদান ও পারস্পরিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।এই অনুষ্ঠান অস্ট্রেলিয়ার জনগণকে চীনা চা সংস্কৃতির নান্দনিক স্বাদ এবং জীবনের দর্শন বিষয়ক অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছে। এটি চীন ও অস্ট্রেলিয়ার জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়াকে আরও উন্নত করবে।’
"চীন-অস্ট্রেলিয়া চা সংস্কৃতি পর্যটন সপ্তাহ" চার দিন ধরে চলেছে। চীন ও অস্ট্রেলিয়ার কয়েক ডজন চা কোম্পানি এখানে অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানের দিনে, ল্যাঙ্কাং-মেকং পর্যটন সহযোগিতা প্রচারের একটি ইভেন্টও শুরু করা হয়। ল্যাঙ্কাং-মেকং সহযোগিতা প্রক্রিয়া চালু হওয়ার সাত বছরের মধ্যে এই প্রথমবারের মতো ছয়টি ল্যাঙ্কাং-মেকং দেশ যৌথভাবে তৃতীয় পক্ষের কাছে পর্যটন বিষয়ক প্রচার করছে। থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস এবং মেকং নদীর অন্যান্য দেশসহ অস্ট্রেলিয়ার কূটনৈতিক মিশন এবং স্থানীয় অস্ট্রেলিয়ান কর্মকর্তারা এই প্রচার অনুষ্ঠানে অংশ নেন।
চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের চাইনিজ-ফরেন কালচারাল এক্সচেঞ্জ সেন্টারের উপ-পরিচালক ওয়ান থিং বলেছেন যে অস্ট্রেলিয়া এবং ছয়টি ল্যাঙ্কাং-মেকং দেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রয়েছে এবং এরা সকলেই আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বের(আরসিইপি) সদস্য। আমরা বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রচার চালিয়ে যাওয়ার জন্য সকল পক্ষের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। সাংস্কৃতিক বিনিময়, পর্যটন সহযোগিতা এবং জনগণের মধ্যে মৈত্রীর বন্ধনের মাধ্যমে একটি নতুন বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছি।
অনুষ্ঠানটি চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের চীন-বিদেশী সাংস্কৃতিক বিনিময় কেন্দ্র, অস্ট্রেলিয়া-চীন সংস্কৃতি ও শিল্প প্রচার সমিতি, চিয়াংসি প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন বিভাগ যৌথভাবে স্পন্সর করেছে। কুয়াংচৌ মিউনিসিপ্যাল কালচার, রেডিও, টেলিভিশন ও পর্যটন ব্যুরো এবং ওভারসিজ চাইনিজ টি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট রিসার্চ ফাউন্ডেশন, অস্ট্রেলিয়া ফেং কালচার কমিউনিকেশন কোম্পানি লিমিটেড দ্বারা সংগঠিত হয়েছে । সিডনি চাইনিজ কালচারাল সেন্টার এবং সিডনিতে চায়না ট্যুরিজম অফিস অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে।
পূর্ব এবং পশ্চিমের মেলবন্ধন- যৌথভাবে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি সুন্দর অধ্যায় রচনা করেছে
সম্প্রতি, সেন্ট্রাল কনজারভেটরি অফ মিউজিক সিম্ফনি অর্কেস্ট্রা চার বছর পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কার্নেগি হলে ফিরে এসেছে। তারা সমসাময়িক চীনা সুরকারদের সর্বশেষ কাজগুলো দর্শকদের সামনে নিয়ে এসেছে। অনেক কাজ চিরায়ত চীনা কবিতা এবং ঐতিহ্যবাহী দার্শনিক কাজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা পাশ্চাত্যের বাদ্যযন্ত্রের সঙ্গে গুজেং এবং বাঁশীর মতো ঐতিহ্যবাহী চীনা জাতীয় বাদ্যযন্ত্রের সমন্বয়ে পরিবেশন করা হয়েছে। এর মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধনের একটি সুন্দর ধারা সৃষ্টি হয়েছে।
সেই রাতে পরিবেশিত অনুষ্ঠানের মধ্যে "ভবিষ্যত রাজ্য", "ইটারনাল রিভার", "প্রিফেস টু ছাংশান মাউন্টেন", "ফাইভ কালার স্টোনস" ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। অনেকগুলোরই বিশ্ব প্রিমিয়ার হয়েছে সেদিন। তার মানে বিশ্বের সামনে প্রথমবারের মতো পরিবেশিত হয়েছে।