বাংলা

চীনের শানসি প্রদেশের সেরা শিক্ষক চাং চিয়ের গল্প

CMGPublished: 2023-09-04 16:11:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ খবর জেনে শিক্ষক চাং অনেক উদ্বিগ্ন হন। গ্রামাঞ্চলের বাচ্চারা যদি ভালো করে পড়াশোনা না করে, তাহলে তাদের সুন্দর ও সুখী জীবন কিভাবে নিশ্চিত করা যাবে?! এটা ভেবে দু’জন একসাথে ক্লাসের অন্যান্য ২০ জন ছাত্রছাত্রীকে খুঁজতে শুরু করেন। স্থানীয় পাহাড়াঞ্চলের পথ তাদের জন্য বড় চ্যালেঞ্জ, তাই স্কুলের সিনিয়র শিক্ষকদের কাছ থেকে হাতে আঁকা ম্যাপ এবং খাবার ও পানি নিয়ে দু’জন ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি যেতে থাকেন। প্রথমে বাচ্চাদের পিতামাতাদের সাথে আন্তরিকভাবে ভাব বিনিময় করেন তাঁরা। একটি পরিবারে শিক্ষক চাং টানা পাঁচ বার গিয়েছেন। অবশেষে এ পরিবারের বাবা তাঁর বাচ্চাকে স্কুলে যেতে দিতে রাজি হন।

নতুন সেমিস্টার শুরুর দুই সপ্তাহ পর শিক্ষক চাং ও তাঁর স্ত্রীর প্রয়াসে ক্লাসের সকল ছাত্রছাত্রী ক্লাসে ফিরে আসে। তখন থেকে তাঁরা প্রতিবছর ক্লাসের ছাত্রছাত্রীদের বাসায় নিয়মিত যাতায়ত করা শুরু করেন। গত ১০ বছরে দু’জন স্থানীয় ৪০টিরও বেশি গ্রাম সফর করেন। তাঁদের যাত্রাপথ প্রায় ১০ হাজার কিলোমিটার ছাড়িয়ে গেছে। এভাবে তাঁরা হাজারও ছাত্রছাত্রীর পড়াশোনার স্বপ্ন পূরণে সাহায্য করেছেন।

ভালোবাসা ছাড়া শিক্ষা সম্ভব নয়। শিক্ষক চাংয়ের একজন ছাত্রের নাম সিয়াওছি। তাঁর পিতামাতা অন্য শহরে চাকরি করেন। তাই সে চাচির বাসায় থাকে। শিক্ষক চাং সিয়াওছি’র অবস্থা জেনে নিয়মিত তার সাথে দেখা করতে থাকেন এবং সাপ্তাহিক ছুটিতে শিক্ষক ওয়াং তার কাপড় পর্যন্ত ধুয়ে দিতেন। শিক্ষক চাং ও তাঁর স্ত্রীর উত্সাহে সিয়াওছি ভালো করে পরীক্ষায় পাস করে এবং লিন জেলার সবচেয়ে শ্রেষ্ঠ উচ্চবিদ্যালয়ে ভর্তি হতে সক্ষম হয়। ২০১৮ সালে সে থিয়ানচিন নর্মোল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এ সম্পর্কে সে বলে, “আমিও শিক্ষক চাংয়ের মতো শিক্ষার্থীদের সাহায্য করতে চাই।”

শিক্ষক চাংয়ের কম্পিউটারে সিয়াওছি’র চারটি ছবি রয়েছে। তার প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ছবি। সিয়াওছি একজন লাজুক বাচ্চা থেকে ধীরে ধীরে আন্তরিক ও আত্মবিশ্বাসী ছাত্রে পরিণত হয়। এ সম্পর্কে শিক্ষক চাং বলেন, “সিয়াওছি’র পরিবর্তন থেকে আমরা ভালোবাসা ও শিক্ষাদানের মধ্যে সম্পর্কের তাত্পর্য অনুভব করেছি। কেবল ভালোবাসা থাকলে বাচ্চার শিক্ষাপথের যাত্রা সুন্দর হতে পারে।”

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn