বাংলা

চীনের শানসি প্রদেশের সেরা শিক্ষক চাং চিয়ের গল্প

CMGPublished: 2023-09-04 16:11:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

৩. কেন এমন নীতি চালু করা হয়েছে?

২০২২ সালে চীনে শিক্ষার্থী-ঋণ সূদমুক্ত করা আর ঋণের মূল পরিশোধের মেয়াদ স্থগিত করার নীতি চালু করা হয়। এ পর্যন্ত মোট ১ বিলিয়ন ৯৫ কোটি ইউয়ান সুদ বাতিল করা হয়েছে, মোট ৩৭.৯ লাখ ছাত্রছাত্রী এতে উপকৃত হয়েছে। চীনের অর্থ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও ওয়েন হান বলেন, চলতি বছরে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে স্নাতক শিক্ষার্থীর সংখ্যা ১.১ কোটি ছাড়িয়ে গেছে। যাদের পরিবারের আর্থিক সমস্যা রয়েছে, তাদের আর্থিক বোঝা কমাতে এমন ছাত্রছাত্রীদের ঋণের সুদ বাতিল ও ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছর প্রায় ২ বিলিয়ন ৩২.৫ কোটি ইউয়ানের সুদ বাতিল করা হবে বলে অনুমান করা হচ্ছে এবং আরও ৫.৫ বিলিয়ন ইউয়ান ঋণ পরিশোধের মেয়াদ এক বছর বাড়ানো হবে। এ সব পদক্ষেপে প্রায় ৪০ লাখ স্নাতক ছাত্রছাত্রী উপকৃত হবে।

জানা গেছে, ছাত্রছাত্রীদের ঋণের সুদ বাতিল হলে এসব খরচ কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকার বহন করবে। ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের উপযোগী ছাত্রছাত্রীদের জন্য মোট ১২২৫ কোটি ইউয়ান ঋণসুদ বাতিল করা হয়, যা ছিল বার্ষিক গড়ে ৪ বিলিয়ন ইউয়ান।

চলতি বছর শিক্ষার্থী-ঋণ পরিশোধে আরও শিথিল নীতি চালু করা হবে। শিক্ষার্থীরা স্নাতক হওয়ার পর ৫ বছরের মধ্যে ঋণ পরিশোধ করার আবেদন করতে পারবে। এ সময়ের মধ্যে কেবল সুদ পরিশোধ করলেই হবে, মূল শোধ করতে হবে না।

চীনে শিক্ষার্থী-ঋণবিষয়ক সুবিধাজনক নীতিসহ ধারাবাহিক সুবিধাজনক নীতিমালার কারণে কোটি কোটি গরীব পরিবারের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বেড়েছে। তাঁরা স্নাতক হওয়ার পর ধারাবাহিকভাবে ঋণ পরিশোধের সুবিধা পেয়েছে। এভাবে কোনো চিন্তা না-করে ছাত্রজীবন কাটাতে পারবে তাঁরা এবং লেখাপড়া শেষ করে দেশের উন্নয়নে আরো বেশি অবদান রাখতে পারবে। যারা শিক্ষার্থী-ঋণের জন্য আবেদন করেছে, তাঁরা স্নাতক হওয়ার পর যদি চীনের মধ্য ও পশ্চিমাঞ্চলের অনুন্নত এলাকা বা দূরবর্তী এলাকায় চাকরি নিতে আগ্রহী হয়, তাহলে এমন ছাত্রছাত্রীদের ঋণ পরিশোধে আরো বেশি সুবিধা দেওয়া হবে। যারা স্নাতক হওয়ার পর সেনাবাহিনীতে যোগ দেবে, তাদের ঋণ সরকার পরিশোধ করবে।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn