বাংলা

গ্রীষ্মের ছুটিতে চীনের বিভিন্ন জাদুঘরে কিশোর-কিশোরীরা

CMGPublished: 2023-08-14 15:01:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

থ্রিডি এবং এআর গ্লাসের মাধ্যমে প্রাচীনকালের সাংস্কৃতিক ধ্বংসাবশেষকে আরও ভালোভাবে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। কিভাবে দশর্কদের চাহিদা মেটানো যায়? এটি প্রতিটি জাদুঘরের জন্য একটি চ্যালেঞ্জ। ভবিষ্যতে জাদুঘরে ঘুরে বেড়ানো হবে চীনাদের জীবনের একটি সাধারণ ব্যাপার। ইউনেস্কোর পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২১ সালে বিশ্বের বিভিন্ন জাদুঘরের মোট সংখ্যা ১ লাখ ৪০০০টিরও বেশি ছিল। ২০২৩ সালের মে মাস পর্যন্ত চীনে জাদুঘরের মোট সংখ্যা ৬৫৬৫টি। বলা বাহুল্য, এ সংখ্যা বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অনেক বেশি। তবে, লোকসংখ্যা বিবেচনা করলে প্রতি ১০ লাখ নাগরিকের জন্য একটি জাদুঘর যথেষ্ঠ নয়। জাদুঘরের ব্যাপক জনপ্রিয়তা একটটি সুখবর। তবে, দর্শকদের ভিড় নিয়ন্ত্রণ করা একটি চ্যালেঞ্জ। দর্শকদের স্বার্থ দেখার পাশাপাশি, জাদুঘরের সাংস্কৃতিক ধ্বংসাবশেষের স্বার্থ দেখাও এক্ষেত্রে জরুরি।

চীনের শানতোং প্রদেশের ছেংউ জেলার জাদুঘরে পূর্ব হান রাজবংশের সুবিখ্যাত শিল্পী ছাই ইয়োংয়ের ক্যালিগ্রাফি আর শিলালিপি প্রদর্শন করা হয়। এ জাদুঘরের প্রধান কুও লি বলেন, চীনা নাগরিকদের মধ্যে সুপরিচিত জাদুঘর ছাড়া, ছোট আকারের জাদুঘরগুলোও নিজস্ব বৈশিষ্ট্যের আকর্ষণীয় প্রদর্শনী ডিজাইন করার মাধ্যমে আরও বেশি দর্শককে আকৃষ্ট করতে পারে।

চীনের হ্যপেই জাদুঘরের সামাজিক শিক্ষা বিভাগের পরিচালক লিউ ওয়ে হুয়া মনে করেন, ভবিষ্যতে জাদুঘর ও বিভিন্ন সাংস্কৃতিক শিক্ষা-প্রতিষ্ঠানের উন্নয়নের সম্ভাবনা ব্যাপক। যেমন, প্রতিবন্ধীদের জন্য উপযোগী জাদুঘর নির্মাণ করা হবে, যাতে আরও বেশি লোক অবাধে জাদুঘর পরিদর্শন করতে পারেন। বিভিন্ন গণমাধ্যমের সাথে যৌথভাবে আরও তাত্পর্যপূর্ণ ও প্রভাব বিস্তারকারী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে, যাতে জাদুঘরের সংস্কৃতির সম্প্রচার ও প্রভাব বাড়ানো সম্ভব হয়।

তবে, জাদুঘর একটি দর্শনীয় স্থানের মতো দেখার ব্যাপার নয়। শুধু সেখানে যাওয়ার জন্য যাওয়া ঠিক নয়। জাদুঘর পরিদর্শনের আগে সংশ্লিষ্ট সাংস্কৃতিক ধ্বংসাবশেষ নিয়ে কিছু গবেষণা ও তথ্য সংগ্রহ করা উচিত। এভাবে জাদুঘর দর্শন আরও সার্থক হতে পারে।

আরেকটি কথা, গ্রীষ্মকালীন ছুটিতে সাপ্তাহিক ছুটির দিনগুলো এড়ানো ভালো। কারণ, তখন ভিড় বেশি থাকে। বিশ্বের সকল দেশে প্রতি সপ্তাহের সোমবার জাদুঘর বন্ধ থাকে। তাই, সোমবারও জাদুঘরে যাওয়া সম্ভব নয়। সপ্তাহের বাকি ৪টি কর্মদিনকে জাদুঘরে যাওয়ার জন্য বেছে নেওয়া যেতে পারে।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn