বাংলা

গ্রীষ্মের ছুটিতে চীনের বিভিন্ন জাদুঘরে কিশোর-কিশোরীরা

CMGPublished: 2023-08-14 15:01:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বর্তমানে চীনা ছাত্রছাত্রীদের গ্রীষ্মকালীন ছুটি চলছে। ছুটিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়া, ক্রীড়া বা খেলাধুলা করা, শরীরচর্চা করা, এবং বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করা চীনা ছাত্রছাত্রীদের মধ্যে বেশ প্রচলিত। গরম আবহাওয়ায় বিভিন্ন জাদুঘরে প্রদর্শনী দেখাও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি চীনের বিভিন্ন প্রদেশের জাদুঘরে ছাত্রছাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। ছুটিতে বাচ্চাদের নতুন বিনোদনের পদ্ধতি এটি। চীনা ছাত্রছাত্রীরা কেন জাদুঘরের প্রতি আকৃষ্ট হচ্ছে? আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়ে কথা বলবো।

অতীতে জাদুঘর ছিল কেবল বড়দের জন্য একটি আকর্ষণীয় স্থান। বিশেষ করে, যারা বিশেষ জ্ঞান বা তথ্য নিয়ে গবেষণা করেন, তাঁদের মধ্যে জাদুঘরে যাওয়ার প্রবণতা ছিল তুলনামূলকভাবে বেশি। তবে, বর্তমানে জাদুঘরে ঘুরে বেড়ানো চীনাদের জন্য একটি সাধারণ ব্যাপার। চীনের সি’আন শহরের পাথর স্টেলসের জাদুঘর খোলার পর ব্যাপকভাবে পর্যটকদের আকর্ষণ করে। ১১ বছর বয়সের ছেলে মা ইউয়ে ছেনও নানীর সাথে জাদুঘরে বেড়াতে এসেছে। নানী লিউ ছিন মনে করেন, বাচ্চাদের জন্য জাদুঘরে ছুটি কাটানো একটি ভালো পদ্ধতি, কারণ এখানে বিভিন্ন ধরনের সভ্যতার ইতিহাস রয়েছে; ভিন্ন ধরনের জাদুঘরে গেলে ভিন্ন সভ্যতা সম্পর্কে জানা যায়, যা বাচ্চাদের জন্য বেশ ভালো।

গ্রীষ্মকালীন ছুটিতে হ্যনান প্রদেশের জাতীয় জাদুঘর প্রায় প্রতিদিনই ভর্তি থাকে। দৈনিক দর্শকের সংখ্যা ১২ হাজারের বেশি। এ সংখ্যা ২০১৯ সালের একই সময়ের প্রায় দ্বিগুণ।

চীনের চিয়াংসু প্রদেশের রাজধানী সুচৌ শহরের জাদুঘরের উপপ্রধান সুন মিং লি বলেন, গ্রীষ্মকালীন ছুটি চলাকালে প্রতিদিন সকাল ৮টায় পরের ৭ দিনের টিকিট বুকিং খোলা হয়। তবে, কয়েক ঘন্টার মধ্যে সব টিকিট বুকিং হয়ে যায়। দর্শকদের চাহিদা মেটাতে এখন জাদুঘরের খোলা থাকার সময়ও রাত ৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn