বাংলা

সাংস্কৃতিক পুরাকীর্তি মেরামতকারীর গল্প

CMGPublished: 2023-06-19 14:46:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বস্তুত, ‘সাংস্কৃতিক পুরাকীর্তি মেরামতকারী’ নামের পেশাটি স্বীকৃতি পেয়েছে জটিল এক প্রক্রিয়ার মধ্য দিয়ে। ১৯৯৯ সালে চীনের প্রথম ‘পেশা অভিধান’ প্রকাশিত হয়। তাতে কেবল ‘সাংস্কৃতিক পুরাকীর্তি মেরামতকর্মী’ পদটির উল্লেখ ছিল। তবে, পরে বিশেষজ্ঞ ও পণ্ডিতদের যৌথ প্রয়াসে, নতুন পেশার মানদন্ড প্রণয়নের সময়, ‘সাংস্কৃতিক পুরাকীর্তি মেরামতকারী ও সংরক্ষণকারী’ পদটি ঠিক করা হয়। এ সম্পর্কে চীনের সাংস্কৃতিক পুরাকীর্তি গবেষণাগারের প্রশিক্ষণ একাডেমির গবেষক চাং সিয়াও থং জানান, তিনি চীনের নতুন পেশা মানদন্ড প্রনয়নকারীদের মধ্যে একজন। নতুন পেশার মানদন্ডে মোট ১৩ ধরনের পেশা ৬৫টি শ্রেণী অন্তর্ভুক্ত রয়েছে। পেশার সংক্ষিপ্ত পরিচয়, পেশার মৌলিক চাহিদা, পেশার কাজের বিষয়সহ কয়েকটি ভাগ আছে।

আসলে এ মানদন্ড প্রকাশে সবাই প্রায় ২০ বছর ধরে প্রচেষ্টা চালিয়েছেন। গবেষক চাং সিয়াও থং বলেন, একটি পেশার স্বীকৃতি মানে কেবল নাম ঠিক করা বা সংশোধন করা নয়, বরং প্রত্যেক পেশাদারদের দক্ষতার মানদন্ড স্পষ্টভাবে উল্লেখ করাও বটে। এভাবে সাংস্কৃতিক পুরাকীর্তির মেরামতের মান নিশ্চিত করা যায় এবং সংশ্লিষ্ট দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ ও প্রয়োগে বিশেষ নির্দেশনা দেওয়া সম্ভব। যুবক-যুবতীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পুরাকীর্তি সংরক্ষণের ব্যাপারে ব্যাপক আশাবাদও যুক্ত হয়েছে। সাংস্কৃতিক পুরাকীর্তি মেরামতে আগ্রহী যুবক-যুবতীরা যথাযথ প্রশিক্ষণ ও লেখাপড়াশেষে এই নতুন পেশায় যোগ দেওয়ার আশা করতে পারেন।

২০১৯ সালের শেষ দিকে হিসেব করা হয় যে, চীনে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরযোগ্য নয় এমন সাংস্কৃতিক পুরাকীর্তি বা ধ্বংসাবশেষের সংখ্যা ৭ লাখ ৬৬ হাজারের বেশি এবং ছোট ও বড় সাইজের সাংস্কৃতিক পুরাকীর্তি যা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরযোগ্য, এমন পুরাকীর্তির সংখ্যা ১০ কোটিরও বেশি। চীনের বিভিন্ন সাংস্কৃতিক পুরাকীর্তিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংখ্যা ১০৫৬২টি। তবে, সাংস্কৃতিক পুরাকীর্তি মেরামতকারী ও সংরক্ষণকারীর মোট সংখ্যা ১০ হাজারের চেয়ে কম।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn