বাংলা

বয়স্কদের যত্ন ও চীনা যুবক-যুবতীদের নতুন চাকরির সুযোগ প্রসঙ্গ

CMGPublished: 2023-06-12 14:58:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি বেইজিংয়ের শিচিংশান এলাকার নার্সিং কর্মীদের প্রতিযোগিতায় লেই সিয়াও চিং চ্যাম্পিয়ন হন। এ সম্পর্কে তিনি বলেন, আজকাল নার্সিং সেবার বিষয় অনেক বিস্তারিত ও নির্দিষ্ট। ৪৮ বছর বয়সী নারী লেই সিয়াও চিং চীনের হ্যনান প্রদেশের চৌখৌ শহরের শাংসুই জেলার লোক। টানা ১০ বছর ধরে তিনি নার্সিংসেবা দেওয়ার কাজে জড়িত আছে। তিনি এ শিল্পের দ্রুত উন্নয়নের স্বাক্ষী।

বর্তমানে লেই সিয়াও চিংয়ের নার্সিং পরিষেবার মধ্যে রয়েছে: বয়স্কদের জন্য স্নান সহায়তা দেওয়া; খাবার খাইয়ে দেওয়া; বয়স্ক রোগীদের বেডসোর প্রতিরোধ করা; বিছানায় শুয়ে থাকার ভঙ্গি পরিবর্তনে সহায়তা দেওয়া, ইত্যাদি। গত কয়েক বছরে বয়স্কদের স্নানের সহকারীদের চাহিদা অনেক বেড়েছে। তখন তিনিও নতুন দক্ষতা শিখে নেন। বয়স্কদের স্নানে সহায়তা সম্পর্কে তিনি বলেন, বস্তুত এর জন্য অনেক কৌশলী হওয়া দরকার। কারণ, বয়স্কদের শারীরিক অবস্থা বিবেচনা করে স্নানের উপযোগী সময় খুঁজে বের করতে হবে। যদি তাঁদের শরীর দুর্বল হয়, তাহলে অন্য সময় বেছে নিয়ে স্নান করাতে হবে। স্নানের মোট সময় আর পদ্ধতি বাছাইয়ের ক্ষেত্রেও দক্ষতা ও অভিজ্ঞতার বিকল্প নেই।

নার্সিং কর্মী লেই মনে করেন, বয়স্কদের পরিষেবা বিষয়ে মানুষের বোঝাপড়ায় ব্যাপক পরিবর্তন এসেছে। অতীতে অধিকাংশ লোক মনে করতেন, নার্সিংয়ের কাজ মানে বয়স্কদের যত্ন নেওয়া। কিন্তু আধুনিক পেশাদার নার্সিংয়ের কাজ অনেক পরিণত ও বিস্তৃত।

৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে স্নানে সহায়তা করতে গিয়ে লেই যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা তাঁর স্মৃতিতে এখনও অম্লান। শুরুর দিকে বৃদ্ধা অনেক লজ্জা পেতেন; লেই’র সহায়তা গ্রহণ করতে চাইতেন না। তবে, ধীরে ধীরে তাঁর লজ্জা কাটতে থাকে। লেই যত্নের সাথে বৃদ্ধার শরীর পরিস্কার করতে থাকেন। বৃদ্ধা কথা বলতে পারেন না। কিন্তু তাঁর চোখে লেই ঠিকই কৃতজ্ঞতার ছায়া দেখতে পেতেন। বৃদ্ধার কৃতজ্ঞতার হাসি লেই’র জন্য ছিল বেশ অনুপ্রেরণাদায়ক।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn