ভিন্ন পেশায় যুবকদের একদিনের চর্চার অভিজ্ঞতা প্রসঙ্গ
হাসপাতালের ওয়ার্ডে হেড নার্স তুং ওয়ে স্বেচ্ছাসেবক মিস থাংয়ের সাথে প্রবীণদের গল্প শেয়ার করেন। গত ২০ বছর ধরে তিনি এ হাসপাতালে কাজ করছেন। তাই, এখানে বসবাসকারী প্রবীণদের চরিত্র সম্পর্কে তিনি অনেক জানেন। তিনি থাংকে বলেন যে, কেবল প্রবীণদের চরিত্র সম্পর্কে জানলে তাদের মানসিক চাহিদা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব। তাই, তাদের নার্সিং কাজ যেন অভিনেত্রীদের মতো। প্রতিদিন তাদের ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়। এভাবে প্রবীণদের মনে সান্ত্বনা দেওয়া যায়।
স্বেচ্ছাসেবকের কাজ সম্পর্কে মিস থাং বলেন, “নানী চাং আন্তরিকতার সাথে আমার হাত ধরে আমার সাথে কথা বলেন, তাঁর হাত শুকনো, তবে গরম।” একদিনের মধ্যে তিনি অনেক প্রবীণের সাথে পরিচিত হয়েছেন এবং তাদের সাথে কথাবার্তা বলেছেন ও আড্ডা দিয়েছেন।
একদিনের স্বেচ্ছাসেবকের কাজ শেষ করে থাং বলেন, “এখানকার একদিনের কাজ আমার মনে গভীর দাগ কেটেছে। তাদের সাথে থাকায় জীবনের অনেক কষ্ট আমার কাছে আর কষ্টই মনে হয় না। আমার মন আগের চেয়ে অনেক বেশি শান্ত হয়েছে। কারণ, মৃত্যুর তুলনায় জীবনের অনেক কষ্ট তেমন কষ্টই নয়।”