বাংলা

ভিন্ন পেশায় যুবকদের একদিনের চর্চার অভিজ্ঞতা প্রসঙ্গ

CMGPublished: 2023-05-29 17:30:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ সম্পর্কে লি সিন বলেন, “আমি ভাবতে পারিনি যে, শেষপর্যন্ত এসব ভঙ্গি শিখতে পারব। শিখতে পেরে আমার বেশ আনন্দ লাগছে। সুইমিং পুলে নেমে মনে শান্তি পেয়েছি। এ ক্রীড়া যেন আমার জীবনের চাপ খানিকটা কমিয়ে দিয়েছে। ভয় কেটে যাওয়ার পর আমার আর কোনো সমস্যা হয়নি। আমি সাফল্যের সাথে কাজটি করতে পেরে বেশ আনন্দিত।”

অবসরপ্রাপ্ত সৈন্যের সমুদ্রে উদ্ধারকারীর কাজের অভিজ্ঞতা

ইয়াং তুও তুও বর্তমানে আইন বিভাগের একজন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। তিনি দুই বছর সৈন্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তাঁর একদিনের কাজ হলো সমুদ্রে উদ্ধারকারী কর্মীর। এ সম্পর্কে তিনি বলেন, চীনা গণমুক্তি ফৌজের সৈন্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সেনাবাহিনীর সাথে বন্যা প্রতিরোধক কার্যক্রম ও উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন। তবে, সমুদ্রে উদ্ধারকাজ তাঁর জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। তিনি সামুদ্রিক উদ্ধারকারী জাহাজে ওঠেন এবং লাইফবোটে বসে সমুদ্রে পৌঁছান। জাহাজের ক্রুদের সাথে সমুদ্রে ডুবে যাওয়া লোকদের উদ্ধারকাজের অভিজ্ঞতা অর্জন করেন তিনি।

ডাইভিংয়ের মাধ্যমে উদ্ধারকাজ তার জন্য দ্বিতীয় প্রকল্প। ডাইভার ৩০ কেজি ভারি সরঞ্জাম বহন করে বারবার পানির গভীরে ডুব দেন। এভাবে তারা সমুদ্রে ডুবে যাওয়া লোকদের খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করেন। তবে, সাধারণত জলের ৬ থেকে ৭ মিটার নিচে নামলেই কানে অনেক ব্যথা অনুভূত হয়। এটা একটা সমস্যা।

হেলিকপ্টারের উদ্ধারকাজ জাহাজের উদ্ধারকাজের চাইতে দ্রুততর গতির। হেলিকপ্টার গাড়িচালক, বিমানচালক ও উদ্ধারকারীদের পরিবহন করতে পারে। এভাবে সমুদ্র থেকে উদ্ধারকৃত লোকদের পরিবহন করা যায়। এ সম্পর্কে পেইহাই সমুদ্রের উদ্ধারকারী উড়ন্ত দলের প্রধান মা হং রু বলেন, সমুদ্রের উদ্ধার কাজ জঙ্গিবিমান চালানোর মতো বিপদজ্জনক। কুয়াশা, বাতাসসহ বিভিন্ন চরম আবহাওয়া বিমানচালকদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে, চরম আবহাওয়ায় যদি কেউ বিপদে পড়েন, তখন তাড়াতাড়ি উদ্ধারকাজে যোগ দিতে হবে। দেরি করলে সমস্যা হবে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn