বাংলা

ভিন্ন পেশায় যুবকদের একদিনের চর্চার অভিজ্ঞতা প্রসঙ্গ

CMGPublished: 2023-05-29 17:30:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নিজের উদ্ধার কাজের অভিজ্ঞতা স্মরণ করে মা বলেন, ২০১৮ সালে টাইফুন ‘মোচিয়ে’ শানতুং প্রদেশ অতিক্রম করে। সেই সময় সমুদ্রে অনেক জাহাজ বিপদে পড়ে। মা হং রু’র উদ্ধারকারী দল হেলিকপ্টার চালিয়ে উদ্ধারকাজে অংশ নেন। সেই সময় টাইফুনের গতিবেগ ছিল প্রচণ্ড। প্রতিকূল পরিবেশে তারা হেলিকপ্টর চালিয়ে জাহাজের মোট ৪ জন ক্রুকে উদ্ধার করেন। এ সম্পর্কে মা বলেন, “আমাদের দায়িত্ব যারা বিপদে পড়ে, তাদের উদ্ধার করা। তাই, আমাদের মূল কাজ অন্যদের জীবন বাঁচানো। উদ্ধারকারীদের নিজেদের জীবন উত্সর্গ করার জন্য প্রস্তুত থাকতে হয়।”

উদ্ধারকারীদের কাজ চর্চা করার পর ইয়াং তুও তুও মনে করেন, উদ্ধারকারীরা কেবল কয়েক মাস ধরে অন্যদের জীবন উদ্ধার করার দক্ষতা শেখেন না, বরং তাদের মানসিক অবস্থার চর্চা করতে হবে; তাদের বিভিন্ন চাপ মোকাবিলার ক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে হবে। তা ছাড়া, অন্যদের সাহায্য করা এবং বিপদজ্জনক অবস্থায় কিভাবে অন্যদের উদ্ধার করা যায়—তাও তাদের শিখতে হয়। যদি কেউ উদ্ধারকারীর কাজকে সাধারণ চাকরি মনে করে, তাহলে ভুল করবে।

ম্যাসাজ ডাক্তার হিসেবে একদিনের অভিজ্ঞতা

ইন্টারনেটের প্রকৌশলী ইয়াং ছেন ইয়াং চাকরির কারণে নিয়মিত বিজনেস ট্রিপ করেন। তাই, তিনি সহজে ক্লান্তি বোধ করেন। তিনি প্রতি মাসে হাসপাতালে ম্যাসাজ গ্রহণ করেন। এবার তাঁর নতুন চাকরি, হাসপাতালের ম্যাসাজ ডাক্তার হিসেবে কাজ করা। তাঁর শিক্ষক যুব ডাক্তার স্যুয়ে পাওশান। ডাক্তার স্যুয়ের পরামর্শে শিক্ষার্থী ইয়াং মনোযোগ দিয়ে বিভিন্ন ধরনের ম্যাসাজের পদ্ধতি শেখেন ও চর্চা করেন। অনুশীলনের সময় শিক্ষার্থী ইয়াং তাঁর শিক্ষকের শরীর ম্যাসাজ করেন। তবে মাত্র কয়েক মিনিট পর তাঁর হাত ব্যথা করতে থাকে। তখন তিনি বলেন, আগে ম্যাসাজ গ্রহণের সময় তিনি কখনও ভাবতেই পারেননি যে, কাজটা এতো কঠিন!

যুব ম্যাসাজ শিক্ষক স্যুয়ে বলেন, একজন ম্যাসাজ ডাক্তারকে দৈনিক ৪০ থেকে ৫০ জনকে সেবা দেন। একটি ছোট ক্লিনিক রুমে তারা প্রতিদিন ২০ হাজার পদক্ষেপ ফেলেন। অনেক যুবক দীর্ঘকাল ধরে টেবিলে বসে কাজ করার ফলে মেরুদণ্ডের সমস্যায় পড়েন। তাই ক্লিনিকের রোগীদের মধ্যে ৭০ শতাংশ যুবক, যারা ইন্টারনেট কোম্পানিতে কাজ করেন। তাদের দৈনিক কর্মসময় কমপক্ষে ১০ ঘন্টা। তাই দীর্ঘকাল ধরে তারা ঘাড়ের গুরুতর ব্যথায় আক্রান্ত হন। সহজে ঘাড় ঘোরানো তাদের পক্ষে সম্ভব হয় না। সাধারণত ডাক্তার স্যুয়ে আকুপাংচার ও ম্যাসাজসহ বহুমুখী চিকিত্সাপদ্ধতিতে তাদের কষ্ট দূর করার চেষ্টা করেন।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn