চীনের প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের নতুন শখ প্রসঙ্গে
এ সম্পর্কে ভিন্ন মহলের লোক ভিন্ন মতামত প্রকাশ করছেন। বিশেষজ্ঞরা মনে করেন, ব্রেসলেট হাতে রেখে ঘোরানো থেকে খানিকটা বিনোদন হয়তো পাওয়া যায়, কিন্তু এটা বাচ্চাদের জন্য খানিকটা ঝুঁকিপূর্ণ। যেমন, ব্রেসলেট খুলে পাথর বা কাঠের পুঁতি বের হয়ে যেতে পারে এবং শিশুরা মনের অজান্তে দু’একটা খেয়ে ফেলতে পারে, যা তাদের জন্য ক্ষতিকর। তা ছাড়া, ব্রেসলেট নিয়ে খেলা ক্লাসে তাদের পড়াশোনায় মনোযোগও কমিয়ে দিতে পারে।
এক্ষেত্রে তাদের পরামর্শ, পিতামাতা ও শিক্ষকদের উচিত বাচ্চাদের ব্রেসলেট খেলার ওপর নজর রাখা। তারা হাতে সঠিকভাবে ব্রেসলেট ধরছে কি না, সেটা খেয়াল রাখতে হবে; এভাবে দুর্ঘটনা এড়ানো সম্ভব। অন্যদিকে, ব্রেসলেট নিয়ে খেলার সময় নিয়ন্ত্রণ করতে হবে, যাতে স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করা যায়।
চীনের শানতুং প্রদেশের রাজধানী চিনান শহরের একটি হাসপাতালের ডাক্তার লু লিয়াং বলেন, বাচ্চাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করলে, এটা ঠিক না। বিশেষ করে, দীর্ঘকাল ধরে ব্রেসলেট হাতে রাখলে বাচ্চাদের আঙুলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মানসিক পরামর্শদাতা ও পারিবারিক শিক্ষার প্রশিক্ষক লিউ ইয়াং মনে করেন, ব্রেসলেট ধরে খেলার সাথে মোবাইল ফোনে আসক্তির মিল আছে। কোনো কোনো বাচ্চা কম্পিউটার গেমস খেলে বাস্তব দুনিয়ার চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য। কিন্তু সেটা যখন সীমা ছাড়িয়ে যায়, তখনই বিপদ। সংশ্লিষ্ট পিতামাতার উচিত বাচ্চাদের যে-কোনো অভ্যাসের ওপর কড়া নজর রাখা।
তিনি মনে করেন, বাচ্চাদের ব্রেসলেট খেলার সাথে বড়দের খেলার কিছুটা পার্থক্য রয়েছে। বাচ্চাদের কাছে এটি কেবল মানসিক চাপ কমানোর একটি পদ্ধতি। তারা ব্রেসলেটের দাম ও মানের ওপর খুব একটা মনোযোগ দেয় না। এ ব্যাপারে শিক্ষক ও পিতামাতা তাদের পরামর্শ দিতে পারেন। স্কুলের ক্লাসে সবার জন্য একটি নিয়ম করতে হবে যে, শিক্ষক যখন পড়াবেন তখন ব্রেসলেট ব্যাগে রাখতে হবে, হাতে রাখা চলবে না।