বাংলা

চীনের প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের নতুন শখ প্রসঙ্গে

CMGPublished: 2023-04-17 16:36:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি চীনের বিভিন্ন প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে হাতে ব্রেসলেট রাখার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তারা, এই ব্রেসলেট হাতের আঙুল দিয়ে নিয়মিত ঘোরায়। অনেকে বিশ্বাস করেন, এতে মানসিক চাপ কমে। সাধারণত চীনা পুরুষদের হাতে এমন ব্রেসলেট দেখা যায়। বিশেষ করে যারা একটু বয়স্ক, তারা ভালো কাঠ বা পাথরের ঘুটি দিয়ে তৈরি ব্রেসলেট হাতে রাখেন ও সবসময় সেটি ঘোরাতে থাকেন। কিন্তু চীনা ছাত্রছাত্রীদের মধ্যে এমনটা একটু আশ্চর্যজনক।

চীনের হ্যনান টেলিভিশনের একটি ভিডিও অনুষ্ঠানে দেখা যায় যে, হাতে বহুবর্ণ পাথরের ঘুটি দিয়ে তৈরি ব্রেসলেট রাখা ও তা তসবিহর মতো ঘোরানো স্থানীয় প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। কেন ব্রেসলেট হাতে রাখা হয়? এ সম্পর্কে তারা বলল, ‘আমাদের আশেপাশের ছাত্রছাত্রীরা সবাই ব্রেসলেট হাতে রাখে। এখন এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে।’

প্রাথমিক স্কুলের অনেক ছাত্রছাত্রী বলছে, ব্রেসলেট হাতে রাখা ও সেটা হাতের আঙুল দিয়ে ঘোরানো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকে ক্লাস চলাকালেও ব্রেসলেট হাতে রাখে ও তা নিয়ে খেলতে থাকে। কেন এ কাজ হঠাত্ জনপ্রিয় হয়েছে? শিক্ষার্থীদের জবাব: ব্রেসলেট নিয়ে খেলার সময় এক ধরনের মৃদু শব্দ হয়, যা মানসিক চাপ কমিয়ে দেয়। এতে শিক্ষার্থীরা পড়াশোনার চাপ অনেকটা কম অনুভব করে।

অনেক পিতামাতার দৃষ্টিতে বাচ্চাদের এহেন আচরণ আশ্চর্যজনক। কারণ, বয়স্ক বা প্রবীণরা ব্রেসলেট হাতে রাখেন—এমনটাই তাঁরা এতোদিন দেখে এসেছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ অভ্যাস গড়ে উঠছে দেখে, অনেকেই তাই অবাক।

প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের হাতে ব্রেসলেট নিয়ে খেলার বিষয়টি ইন্টারনেটেও ব্যাপক আলোচিত হয়েছে ও হচ্ছে। নেজিটনরা বলছেন, বাচ্চারা স্কুল থেকে বিভিন্ন শখ সম্পর্কে জানতে পারে। কোনো নির্দিষ্ট একটি শখ নিয়ে তারা খুব বেশিদিন ব্যস্তও থাকে না। এ থেকে বোঝা যায়, শিক্ষার্থীদের কাছে কোন কাজটা বেশি পছন্দের, কোনটা নয়।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn