বাংলা

চীনের প্রবীণদের শিক্ষা ও প্রসঙ্গকথা

CMGPublished: 2023-03-13 16:24:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বেইজিং নোর্মল বিশ্ববিদ্যালয়ের সরকার প্রশাসন একাডেমির অধ্যাপক চাং শেং জুন বলেন, প্রবীণদের চাহিদা ও ক্লাসে আসনসংখ্যার অসঙ্গতি মোকাবিলায় আরো বেশি অনলাইন ক্লাস ও শিক্ষা প্ল্যাটফর্ম সৃষ্টি করতে হবে। বেইজিং হাইতিয়ান এলাকার প্রবীণদের বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালের শরত্কালীন সেমিস্টারে অনলাইন আর অফলাইনের ক্লাস একসাথে চালু হয়েছে। ৭৬টি বিভাগের অনলাইন লাইভ ক্লাস রয়েছে। অনলাইন ক্লাস চালু করার পর শিক্ষার্থীর সংখ্যা ৪০০০ জনেরও বেশি হয়েছে।

মোদ্দাকথা, প্রবীণদের শিক্ষার জন্য বিভিন্ন আবাসিক এলাকার সমর্থন প্রয়োজন। যদি সকল আবাসিক কমিউনিটিতে একটি করে প্রবীণ-বিশ্ববিদ্যালয় চালু করা হয়, তাহলে বয়স্ক লোকজন বাড়ির কাছে পড়াশোনার সুযোগ পেতে পারে। সেটি হবে তাদের জন্য বেশ ভালো উদ্যোগ এবং প্রবীণদের শিক্ষার টেকসই ও স্বাস্থ্যকর উন্নয়নে সহায়ক।

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn