বাংলা

চীনের চিলিন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের উন্নয়নের ইতিহাস

CMGPublished: 2023-01-09 15:40:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চিলিন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠার সময় সাইবেরিয়ান প্রত্নতত্ত্ব কোর্স চালু হয় এবং গত শতাব্দীর ৯০-এর দশকে সর্বপ্রথম চীনে বিদেশের প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণার কাজ শুরু হয়। এ বিষয় নিয়ে একটি প্রত্নতত্ত্বসংশ্লিষ্ট বইও প্রকাশিত হয়েছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সাইবেরিয়ান প্রত্নতত্ত্ব, ইউরেশিয়ান স্টেপের প্রত্নতত্ত্ব এবং উত্তর-পূর্ব এশিয়ার প্রত্নতত্ত্বসহ বিভিন্ন পেশাদার গবেষণাব্যবস্থা রয়েছে, যা বিশ্বমানের।

প্রত্নতত্ত্ব বিভাগের উন্নত গবেষণা প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করতে ১৯৯৮ সালে বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান একাডেমির সাথে সহযোগিতা করে দেশের প্রথম প্রত্নতত্ত্ব ডিএনএ পরীক্ষাগার গঠন করে। পরীক্ষাগারে দশ হাজারেরও বেশি প্রাচীন মানব, প্রাচীন প্রাণী ও উদ্ভিদের জিন সংগৃহীত হয়েছে।

২০২০ সালের ১০ অক্টোবর চীনের শানসি প্রদেশের ইয়ুনছেং শহরের সিয়া জেলায় চিলিন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব প্রশিক্ষণ ঘাঁটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। সেটি চীনের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক বলা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফিল্ড জরিপ স্থানীয় গ্রামবাসীদের বাড়ি থেকে ঘাঁটিতে স্থানান্তরিত হয়। এ ঘাঁটিতে বিভিন্ন পরীক্ষাগার রয়েছে; স্নানকক্ষ, বেডরুম রয়েছে; এসি ও গরম পানির ব্যবস্থা রয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্রছাত্রীদের জন্য যা সুখবর। এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাও পিন ফু বলেন, এখন যুগ বদলেছে। আমাদেরকে এখন আর আগের মতো কষ্ট করে ফিল্ড জরিপের কাজ করতে হয় না। ফিল্ড জরিপের থাকা-খাওয়ার ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। ফলে, শিক্ষার্থীরা আরও মনোযোগ দিয়ে তাদের গবেষণাকাজ করতে পারছে।

নতুন প্রত্নতত্ত্ব ঘাঁটিতে ২০ বছর বয়সী ছাও স্যুয়ে ইয়ানের মতো তরুণী শিক্ষার্থীরা নতুন প্রযুক্তি ও পদ্ধতি প্রয়োগ করে প্রত্নতত্ত্বের খননকাজ করেন। ইউএভি রিমোট সেন্সিং, থ্রিডি স্ক্যানিং মডেলিংসহ বিভিন্ন প্রযুক্তি এখন ব্যাপকভাবে প্রত্নতত্ত্ব গবেষণাকাজে ব্যবহার করা হয়। এখন চালকবিহীন গাড়ি প্রযুক্তিও পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা খননকৃত মাটি মোবাইল ফোনের এপিপি’র মাধ্যমে চালকবিহীন গাড়ির সাহায্যে সরিয়ে নিতে পারেন।

মোদ্দাকথা, চীনের প্রত্নতত্ত্ব প্রযুক্তি কেবল রসায়ন, পদার্থবিদ্যা ও জীববিদ্যাসহ বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত নয়, বরং অন্যান্য গবেষণার সাথেও সংমিশ্রিত। চীনা সভ্যতার উত্স অনুসন্ধানে এ মেজর অবদান রাখছে ও ভবিষ্যতেও রেখে যাবে।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn