বাংলা

২০২২ সালে চীনের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ঘটনাবলী: পিছন ফিরে দেখা

CMGPublished: 2023-01-02 17:43:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ডিসেম্বর মাসে চীন সরকার আবার ‘আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থার সংস্কার পরামর্শ’ প্রকাশ করে এবং চীনের বিভিন্ন এলাকায় এ পরামর্শ অনুসারে কাজ করার নির্দেশনা দিয়েছে। তাতে বলা হয়েছে, চীনের বিভিন্ন পর্যায়ের সরকারকে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে, আধুনিক কারিগরি শিক্ষার গুণগতমান উন্নয়নে চেষ্টা করতে হবে, কারিগরি স্কুলের দক্ষতা বাড়াতে হবে। এবং এভাবে কারিগরি শিক্ষা, উচ্চ শিক্ষা ও অব্যাহত শিক্ষার মধ্যে সঠিকভাবে সমন্বয় করা যাবে, সুশৃঙ্খলভাবে আধুনিক কারিগরি শিক্ষার ব্যবস্থার সংস্কার সম্পন্ন করা যাবে, বাস্তবভাবে চীনের করিগরি শিক্ষার মান ও আকর্ষণ বাড়নো যাবে।

২০২২ সালের মে মাস থেকে প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে কমপক্ষে একজন আইন প্রশাসন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করার নিয়ম করেছে চীন সরকার। এ পদক্ষেপের উদ্দেশ্য ছাত্রছাত্রীদের অধিকার রক্ষা করা, কিশোর অপরাধ কমানো এবং নিরাপত্তা-প্রশাসন দায়িত্ব পালন করা।

২০২২ সালের ২৭ জুন চীনের কাওখাও পরীক্ষার বহমুখী সংস্কার ইনারমঙ্গোলিয়া,শানসি, ছিংহাই, নিংসিয়াংসহ ৮টি প্রদেশ বা স্বায়ত্তশাসিত এলাকায় চালু হয়। এ পর্যন্ত চীনের ২৯টি প্রদেশ ও স্বায়ত্তশাসিত এলাকায় কাওখাও’র নতুন সংস্কারকৃত ব্যবস্থা চালু হয়েছে।

টানা ৮ বছরের সংস্কারে অতীতকালের কাওখাও পরীক্ষার অনেক দুর্বলতা সংশোধিক হয়েছে এবং চলমান কাওখাও পরীক্ষা প্রায় স্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে। ২০২২ সালে কোভিড মহামারীর কারণে শাংহাই মহানগরের কাওখাও পরীক্ষা নির্ধারিত সময়ের এক মাস পর অনুষ্ঠিত হয়। কোভিড মহামারীর অবস্থা বিবেচনা করে তখন নিরাপত্তা ও সমতার ভিত্তিতে শাংহাইয়ের কাওখাও পরীক্ষার সময় পরিবর্তন করা হয়, যা ছিল বাস্তবধর্মী সিদ্ধান্ত।

২০২২ সালে চীনা শিক্ষার্থীদের জন্য ‘দ্বৈত হ্রাস নীতি’ চালু হয়। এ নীতি চীনের শিক্ষা খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রমের অন্যতম। বিভিন্ন এলাকার স্কুল ও বাচ্চাদের পরিবারের যৌথ প্রয়াসে, স্কুলের বাইরে অতিরিক্ত ক্লাস বা প্রশিক্ষণ ব্যাপকভাবে হ্রাস পায়। ফলে শিক্ষার্থীদের হোমওয়ার্ক আর স্কুলের বাইরে প্রশিক্ষণ ক্লাসের হোমওয়ার্ক ব্যাপকভাবে হ্রাস পায়। সেটি ছিল পিতামাতা ও স্কুলের শিক্ষকদের জন্য সুখবর। শিক্ষার্থীরাও আরো বেশি ঘুম, খেলাধুলা, পাঠ্যবইয়ের বাইরের বই পড়ার সময় পায়, তাদের বহুমুখী দক্ষতা উন্নয়নে যা সহায়ক।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn