বাংলা

২০২২ সালে চীনের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ঘটনাবলী: পিছন ফিরে দেখা

CMGPublished: 2023-01-02 17:43:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, ২০২৩ সাল আমাদের দরজায় কড়া নাড়ছে, আর ২০২২ সাল যাই যাই করছে। গেল এক বছরে চীনের বিভিন্ন খাতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস সাফল্যের সঙ্গে আয়োজিত হয়েছে। এ কংগ্রেসের প্রতিবেদনে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি আর সেরা ব্যক্তিবর্গকে দেশের উন্নয়নের জরুরি চাহিদা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বলা বাহুল্য, ভবিষ্যতে এসব খাত দেশের উন্নয়নে সুগভীর প্রভাব ফেলবে।

চলতি বছর চীনের পরিবারিক শিক্ষা প্রচার আইন চালু হয়েছে। নতুন সংশোধিত চীনের কারিগরি শিক্ষা আইন সম্পন্ন হয়েছে। এর ফলে আইনের দিক থেকে কারিগরি শিক্ষা ও সাধারণ শিক্ষার সমান মর্যাদা দেওয়া হয়। এ খাতে আরো অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন আইন ও নীতিমালা এবং সংস্কারের কারণে চীনের শিক্ষার মান আরো উন্নত হয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা ২০২২ সালে শিক্ষা খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা রিভিউ করবো।

পরিবারিক শিক্ষা মানুষের শিক্ষার ভিত্তি। চীনা বাচ্চাদের স্বাস্থ্যকর উন্নয়ন এবং পরিবারের সুখী জীবনের সাথেও এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২২ সালের পয়লা জানুয়ারি চীনের পরিবারিক শিক্ষা প্রচার আইন আনুষ্ঠানিকভাবে চালু হয়। এটা চীনের প্রথম পরিবারিক শিক্ষা আইন, যাতে পিতামাতার প্রধান দায়িত্ব, বিভিন্ন পর্যায়ের সরকার ও সমাজের আইনগত দায়িত্ব নির্ধারিত হয়েছে।

গত ১৬ ও ১৭ জানুয়ারি বেইজিংয়ে চীনের জাতীয় শিক্ষা কর্মসম্মেলন আয়োজিত হয়। সম্মেলনে চীনের শিক্ষামন্ত্রী হুয়াই চিন পেং চীনের শিক্ষা ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি মনে করেন, দূরদর্শী ও সার্বিক দৃষ্টিতে চীনের শিক্ষার উন্নয়ন বিবেচনা করা প্রয়োজন। চীনের শিক্ষা খাতের সুষ্ঠু উন্নয়নে কয়েকটি পরামর্শ দিয়েছেন, তিনি। তিনি বলেছেন, বাধ্যতামূলক শিক্ষার মান আরও বাড়াতে হবে এবং একে আরও সুসংবদ্ধ করতে হবে; দেশের উন্নয়নের চাহিদা মেটাতে উচ্চশিক্ষার মান আরও উন্নত করতে হবে; এবং নতুন প্রযুক্তি ও শিল্পের সংস্কারের চাহিদা মেটাতে প্রয়োজনীয় কারিগরি শিক্ষা উন্নয়ন করতে হবে।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn