বাংলা

২০২২ সালে চীনের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ঘটনাবলী: পিছন ফিরে দেখা

CMGPublished: 2023-01-02 17:43:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে চীনের শিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির উদ্যোগে, দ্বিতীয় দফায় চীনের শ্রেষ্ঠ পর্যায়ের বিশ্ববিদ্যালয় ও মেজরের তালিকা প্রকাশিত হয়। এতে ১৪৭টি বিশ্ববিদ্যালয় আর ৩৩১টি মেজর অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় দফার তালিকায় ৭টি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়। কুয়াংতুং প্রদেশের ৩টি বিশ্ববিদ্যালয় তালিকায় নতুন করে প্রবেশ করে। বিভিন্ন প্রদেশের এ দিক দিয়ে কুয়াংতুং সবচেয়ে বেশি এগিয়ে আছে। তবে, ১৫টি বিশ্ববিদ্যালয়ের ১৬টি মেজর সম্পর্কে সর্তকতা জারি করে হয়েছে। এর মানে এই মেজরগুলোকে টিকে থাকতে হলে আরও উন্নত হতে হবে, সংস্কার করতে হবে।

২০২২ সালের ২৮ মার্চ চীনের অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে চালু হয়। এতে কারিগরি শিক্ষা, বিভিন্ন পর্যায়ের বাধ্যতামূলক শিক্ষা, এবং স্নাতক শিক্ষার্থীদের কর্মসংস্থানের প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত রয়েছে। এ প্ল্যাটফর্ম চালুর পর বিভিন্ন ধরনের সেরা ডিজিটল কোর্সওয়্যার জনসাধারণের জন্য সহজপ্রাপ্য হয়েছে, ওয়েবসাইটের রিভিউও অনেক বেড়েছে। এমন অনলাইন ক্লাস শিক্ষা খাতে সমতা নিশ্চিত করতে ও শিক্ষার মান বাড়াতে সহায়ক।

২০২২ সালের এপ্রিল মাসে চীনের বাধ্যতামূলক শিক্ষা কোর্স ও মানদন্ড প্রকাশিত হয়। নতুন সংশোধিত নির্দেশিকায় শিক্ষাদানের মূল দায়িত্ব ও ভুমিকা তুলে ধরা হয়। নতুন সংশোধিত বাধ্যতামূলক কোর্সে মোট ১৬টি মেজর অন্তর্ভুক্ত রয়েছে এবং তা সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে চালু হয়।

এ ১৬টি কোর্সের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য রান্নাবান্না, শাকসবজি চাষ, দৈনন্দিন ব্যবহারের যন্ত্রপাতি মেরামতসহ বিভিন্ন বিষয় রয়েছে। এগুলোও ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে সাপ্তাহিক কোর্স হিসেবে চালু হয়। শ্রম কোর্সের মাধ্যমে শ্রমের প্রতি বাচ্চাদের সঠিক মূল্যবোধ সৃষ্টি, তাদের পরিশ্রমের ভালো গড়ে তোলার মাধ্যমে দক্ষ শ্রমশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn