চীনা সমাজের উন্নয়ন এবং নতুন পেশার নতুন সম্ভাবনা
সেরা ব্যক্তি গড়ে তুলতে সামাজিক মূল্যায়নও জরুরি। যাদের যোগ্যতা বেশি, তাদের যোগ্যতাপত্র দিতে হবে। সেরা ব্যক্তিদের চাহিদা ও বাজারের বাস্তব অবস্থার মধ্যে সমন্বয় করা প্রয়োজন। এভাবে নতুন পেশার কর্মীরা সামাজিক উন্নয়নে আরো বেশি অবদান রাখতে পারবেন।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সময় দ্রুত চলে যায়, আজকের বিদ্যাবার্তা এ পর্যন্ত। আপনারা আমাদের অনুষ্ঠান সময়মতো শুনতে না পারলে আমাদের ওয়েবসাইটে শোনা যায়, আমাদের ওয়েবসাইট ঠিকানা Bengali.cri.cn,ফেসবুক অ্যাকাউন্ট CRIbanglaথেকেও প্রতি সোমবার আমাদের অনুষ্ঠান শোনা যায়। তাহলে এবার বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আগামী সপ্তাহের একই দিনের একই সময় আবার কথা হবে, যাইচিয়ান।