বাংলা

চীনা সমাজের উন্নয়ন এবং নতুন পেশার নতুন সম্ভাবনা

CMGPublished: 2022-08-15 15:23:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাম্প্রতিক বছরগুলোতে চীনা সমাজে ব্যাপক পরিবর্তন ঘটেছে। বিশেষ করে, ইন্টারনেট ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে, অর্থনীতিতেও এসেছে বৈচিত্র্য। অনেক নতুন পেশা সমাজের উন্নয়নের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সৃষ্টি হয়েছে। চীনের মানবসম্পদ ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ১৮টি নতুন পেশার কথা জানানো হয়েছে। আজকের আসরে আমরা চীনা সমাজের উন্নয়নে এসব নতুন পেশার ভূমিকা নিয়ে কিছুটা আলোচনা করবো।

সম্প্রতি চীনের মানবসম্পদ ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয় হোস্টেলের প্রশাসক, পারিবারিক শিক্ষার পরামর্শক, পর্যটনের পরামর্শকসহ ১৮টি নতুন পেশার তথ্য প্রকাশ করেছে। চীনের ক্যাপিটাল অর্থনীতি বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্থান প্রবণতা গবেষণাগারের পরিচালক চাং ছেং কাং বলেন, চীনের প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত নির্মাণশিল্প ও স্মার্ট উত্পাদনশিল্প যুক্ত হওয়ায় প্রযুক্তিগত নতুন নতুন পেশার সৃষ্টি হয়েছে। তা ছাড়া, চীনা জনগণের জীবনমান উন্নত হওয়ায় নতুন নতুন ভোক্তাবাজার সৃষ্টি হয়েছে। এর ফলেও নতুন পেশার আবির্ভাব ঘটেছে।

২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে চীনের মানবসম্পদ ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয় মোট ৪ দফায় ৫৬টি নতুন পেশার তালিকা প্রকাশ করে। এসব নতুন পেশার মধ্যে রয়েছে ডিজিটাল ও হাইটেক প্রযুক্তি খাতে ডিজিটাল প্রকৌশলী, ড্রোনচালক, মাল পরিবহন নেটওয়ার্কের সমন্বয়কারী, কৃষির ডিজিটাল প্রযুক্তিগত কর্মী।

চীনের লিয়াওনিং প্রদেশের কৃষিবিজ্ঞান একাডেমির তথ্য-গবেষণাগারের উপপ্রধান পেং সিউ ইউয়ান আরও বেশি কৃষির ডিজিটাল প্রযুক্তিগত কর্মীকে প্রশিক্ষণ দিতে চান। এ সম্পর্কে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তিগত কর্মীরা আধুনিক কৃষি গবেষণা ও উত্পাদনের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ সেতু। তাদের মাধ্যমে কৃষির উত্পাদন শিল্পে ব্যাপক উন্নয়ন করা সম্ভব। তারা কৃষি উত্পাদন বৃদ্ধিতে আরও বেশি ভুমিকা পালন করবে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn