বাংলা

চীনা সমাজের উন্নয়ন এবং নতুন পেশার নতুন সম্ভাবনা

CMGPublished: 2022-08-15 15:23:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আধুনিক পরিষেবা খাতে হোস্টেলের গৃহকর্মী ও ভ্রমণ-পরামর্শকসহ বিভিন্ন পেশাও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

পেশার তালিকা সামাজিক উন্নয়নের আয়নার মতো। সাম্প্রতিক বছরগুলোতে চীনের হোস্টেল শিল্পের দ্রুত উন্নয়ন ঘটেছে। ফলে হোস্টেলের গৃহকর্মীর সংখ্যাও অনেক বেড়েছে। ৪০ বছর বয়সের নারী ছেন লি পিং চীনের চেচিয়াং প্রদেশের তেছিং জেলার মোকানশান জেলার একটি হোস্টেলের গৃহকর্মী। তাঁর মাসিক বেতন ৫০০০ ইউয়ান। প্রতিবছরের শেষ দিকে অতিরিক্ত বোনাসও পেয়ে থাকেন তিনি। জানা গেছে, তেছিং জেলায় নিবন্ধিত হোস্টেলের সংখ্যা প্রায় ৯০০টি। আর এসব হোস্টেলে গৃহকর্মীদের সংখ্যা ৪০০০ জন। এ সম্পর্কে চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের গবেষক সিয়া সুয়ে মিন মনে করেন, হোস্টেলের গৃহকর্মী ব্যাপক জনপ্রিয় একটি নতুন পেশায় পরিণত হয়েছে। কারণ, এ পেশার মাধ্যমে আরো বেশি কমবয়সী বা মধ্যবয়সী কর্মী জন্মস্থানে নতুন চাকরির সুযোগ পাচ্ছেন। এ পেশা গ্রামাঞ্চলের উন্নয়নে নতুন প্রাণশক্তি যুগিয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও জ্বালানিসম্পদ খাতে কার্বন নিঃসরণ প্রশাসক, কার্বন পরিমাপ পর্যালোচক, এবং স্থাপত্যে জ্বালানিসম্পদ সঞ্চয় ও নির্গমন হ্রাস পরামর্শকসহ বিভিন্ন নতুন পেশার আবির্ভাবও ঘটেছে।

পরিবেশ সংরক্ষণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ‘পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানিসম্পদ’-এর সাথে সংশ্লিষ্ট নতুন পেশাও সৃষ্টি হয়েছে। চীনের শানতুং প্রদেশের সার্কুলার ইকোনমি অ্যাসোসিয়েশনের কার্বন ব্যবসা কমিটির পরিচালক চেং চিংয়ের দৃষ্টিতে কার্বন নির্গমন প্রশাসক পেশার ভবিষ্যত সুউজ্জ্বল। আগামী কয়েক দশকের মধ্যে ‘কার্বন নিরপেক্ষতা’ অতি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে সারা বিশ্বে স্বীকৃত হবে।

তা ছাড়া, ইন্টারনেট শিল্পের দ্রুত উন্নয়নের কারণে অনেক ঐতিহ্যিক পেশাতে নতুন উন্নয়নের ছোঁয়া লেগেছে। এভাবে স্নাতক শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগও আরো বেড়েছে। ইংরেজি বিভাগের স্নাতক শিক্ষার্থী চাং নিং কোনো স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেননি, বরং অনলাইন পড়াশোনা প্ল্যাটফর্মের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য পরামর্শ ও পরিকল্পনা সেবা দিয়ে থাকেন। ২০২০ সালে তাঁর পেশাও একটি প্রমাণপত্র পেয়েছে, সেই পেশার নাম ‘অনলাইন পড়াশোনা পরিকল্পনাকারী’।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn