বাংলা

শাংহাইয়ে মহামারী, স্নাতক শিক্ষার্থী, ও চাকরির বাজার

CMGPublished: 2022-05-30 17:10:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বছরের স্নাতক শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে শাংহাই পৌর সরকারও কয়েকটি সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ করেছে। যেমন, শিল্পপ্রতিষ্ঠানের শুল্ক বাতিল করা বা ভর্তুকি দেওয়ার মাধ্যমে স্নাতক শিক্ষার্থীদের নিয়োগে উত্সাহ দেওয়া। অগাস্ট মাসের শেষ দিক পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের অনলাইন চাকরি মেলা আয়োজন করা হয়।

শাংহাই আইন ও রাজনীতি ইনস্টিটিউটের শিক্ষক লিউ কাং বলেন, চলতি বছর শিক্ষার্থীদের কর্মসংস্থান ও মাস্টার্স পরীক্ষার আবেদনের সংখ্যা গত বছরের তুলনায় খুব বেশি নয়। তবে আইন বিভাগের শিক্ষার্থীরা অধিকাংশই সরকারি অফিসার বা মাস্টার্স ডিগ্রী পড়াশোনায় বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। টানা কয়েক বছর ধরে পরীক্ষায় অংশ নেওয়ার দৃশ্যও সহজে দেখা দেয়।

তবে বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য চলমান পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। মেয়ে সিয়াও হুয়াং শাংহাই চিয়াওথং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। অনলাইন সাক্ষাত্কার ও ভিডিও সিভি দেওয়ার মাধ্যমে তিনি ইউরোপ ও আমেরিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অফার পেয়েছেন। নিজের অভিজ্ঞতা স্মরণ করে হুয়াং বলেন, কোভিড-১৯ মহামারীর কারণে অনেক বিশ্ববিদ্যালয় প্রায় ২ বছর আগে অনলাইন সাক্ষাত্কার শুরু করে। তবে চলতি বছর কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করা ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক বেড়েছে। তারা কেবল একটি দেশের বিশ্ববিদ্যালয়ের ওপর নজর রাখে না, বরং ইউরোপ ও আমেরিকার কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়েও আবেদন করেছে।

হুয়াং আরও বলেন, তাঁর বিশ্ববিদ্যালয়ে মার্কিন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার, গণিত, পদার্থবিদ্যা ও রসায়নসহ বিভিন্ন মেজরের আবেদনকারী শিক্ষার্থীরা ইতোমধ্যে বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। তারা ট্রেনে বসে নানচিং বা হাংচৌ শহরে ১৪ দিনের মতো কোয়েন্টিনে থাকে, তারপর স্থানীয় দূতাবাস থেকে ভিসার আবেদন করে। অতীতে মার্কিন বিশ্ববিদ্যালয়ের ভিসার জন্য আবেদনের ৪ থেকে ৮ সপ্তাহের মতো সময় হাতে রাখতে হতো। তবে মহামারীর কারণে আরও এক মাস বেশি সময় লাগছে। তাই মে মাস থেকে অগাস্ট মাসের শেষ দিক পর্যন্ত ৩ মাসেরও বেশি সময় ধরে প্রস্তুতি নিতে হয়। সব ঠিক হলে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যেতে পারবে তারা।

首页上一页123456全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn