বাংলা

শাংহাইয়ে মহামারী, স্নাতক শিক্ষার্থী, ও চাকরির বাজার

CMGPublished: 2022-05-30 17:10:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ মাস থেকে চীনের শাংহাইতে মহামারীর কারণে শহরের অনেক এলাকা অস্থায়ীভাবে লকডাউন করা হয়। তারপর কেটে গেছে প্রায় দুই মাস। মে মাস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ। কারণ, অধিকাংশ স্নাতক ডিগ্রিধারীর এ সময় চাকরি পেয়ে থাকে। শাংহাই মহানগরের উপ-মেয়র ছেন ছুনের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছর শাংহাইয়ে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারীদের সংখ্যা ২ লাখ ২৭ হাজার জনেরও বেশি, যা গত বছরের তুলনায় ২০ হাজার জনেরও বেশি। ৬ই মে পর্যন্ত তাদের ৩৬.৪৭ শতাংশের চাকরি হয়, যা ২০২০ সালের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি এবং ২০২১ সালের একই সময়ের তুলনায় ৬.৫২ শতাংশ কম। এ সম্পর্কে ছেন বলেন, চলতি বছর কর্মসংস্থানের চাপ একটু বেশি। তবে সমাজের বিভিন্ন মহলের সহায়তায় তারা এ কাজে যথেষ্ট অগ্রগতি অর্জন করছেন।

চীনের হুয়াংতুং নর্মাল বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শিক্ষার্থী গত ৫০ দিন ধরে ‘পরীক্ষা ভবনে’ বসবাস করছেন। কারণ, মার্চ মাসে তিনি ক্লাসরুমে একটি ভিডিও শুটিং করতে চেয়েছিলেন। ভিডিও করে উচ্চবিদ্যালয়ে পাঠানোর কথা। কারণ, স্নাতক হওয়ার পর তিনি উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক হতে চান। অতীতকালে জীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা স্নাতক হওয়ার পর বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি নিতে আগ্রহী হতো, কারণ সেখানে কাজের পরিবেশ আর বেতন ভালো। তবে চলতি বছর তাঁর অনেক সহপাঠী স্কুলের শিক্ষকের পদ বেছে নিয়েছে। মহামারীর কারণে অনেক কোম্পানির আয় হ্রাস পেয়েছে, কিন্তু শিক্ষকদের মাসিক বেতন কমেনি। এ চাকরি স্থিতিশীলও বটে। অনলাইন সাক্ষাত্কারে অংশ নেওয়ার পর দুটি মাধ্যমিক স্কুল ও একটি উচ্চ বিদ্যালয় তাঁকে অফার লেটার পাঠিয়েছে।

১৯শে এপ্রিল চীনের একটি জরিপ থেকে জানা গেছে, যদিও চীনের বড় শহরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৬৫ শতাংশেরও বেশি এ শহরে বসবাস করে থাকে, তবে ২০০০ সালের পর জন্মগ্রহণকারী নতুন প্রজন্মের শিক্ষার্থীরা স্নাতক হওয়ার পর দ্বিতীয় বা মাঝারি পর্যায়ের শহরেও যেতে আগ্রহী। এ সংখ্যা ১৯৯০ সালের পর জন্মগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার চেয়ে ৭ শতাংশ বেশি।

1234...全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn