বাংলা

চীনের মহাকাশকেন্দ্র ও ‘থিয়ানকুং ক্লাস’ সমাচার

CMGPublished: 2022-03-28 17:32:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভোচারী ইয়ে কুয়াংফু বলেন, “চীনের মহাশূন্য কতর্ব্য আর অসীম মহাশূন্যের অনুসন্ধান কাজ আমাদের অবিরাম স্বপ্ন। চীনের মহাশূন্য কর্তব্যের উন্নয়ন যুব ছাত্রছাত্রীদের পরিশ্রম ও প্রচেষ্টার ওপর নির্ভর করবে। তাই ছাত্রছাত্রীরা কৌতূহল ও ভালোবাসা নিয়ে ভালভাবে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান অর্জন করবে বলে আশা করি।”

নারী নভোচারী ওয়াং ইয়া পিং বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অনুসন্ধান কাজ অনেক মজার ও চমত্কার ব্যাপার; ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে আরো বেশি সুন্দর মহাশূন্য স্টেশন নির্মাণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এবারের ক্লাসের একজন ছাত্র আনন্দের সাথে ক্লাসের অভিজ্ঞতা শেয়ার করে বলল, নভোচারীদের সাথে কথাবার্তা তার জন্য অতি স্মরণীয় ব্যাপার। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তার ব্যাপক আগ্রহ রয়েছে। বড় হয়ে সে মহাশূন্যের সাথে জড়িত মেজর বেছে নেবে, ভবিষ্যতে চীনের মহাশূন্য অনুসন্ধান কাজে নিজের অবদান রাখবে।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn