বাংলা

চীনের মহাকাশকেন্দ্র ও ‘থিয়ানকুং ক্লাস’ সমাচার

CMGPublished: 2022-03-28 17:32:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত ২৩ মার্চ ছিল চীনের শেনচৌ-১৩ নভোচারীদের মহাকাশে অবস্থানের ১৫৯তম দিন। আর কিছুদিন পর এই ৩ চীনা নভোচারী চাই চি কাং, ওয়াং ইয়া পিং এবং ইয়ে কুয়াংফু’র মহাকাশজীবন শেষ হবে। তাঁরা ৬ মাসের জন্য মহাকাশে গিয়েছেন। ইতোমধ্যেই কেটে গেছে ৫ মাসের বেশি।

নভোচারীরা এর আগেও চীনের থিয়ানকুং মহাকাশকেন্দ্র থেকে ভূপৃষ্ঠে অবস্থানরত চীনা কিশোর-কিশোরীদের জন্য বিশেষ ক্লাস নিয়েছেন। এ ক্লাসের উদ্দেশ্য মহাকাশ সম্পর্কে শিক্ষার্থীদের জানাশোনা ও আগ্রহ বৃদ্ধি করা। নভোচারীরা মহাকাশকেন্দ্রে বসে ক্লাস নিয়েছেন এবং পৃথিবীতে ভিডিও-লিঙ্কের মাধ্যমে তা দেখেছে শিক্ষার্থীরা। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসা আর সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমুচির ক্লাসে বসে শিক্ষার্থীরা মহাকাশ সম্পর্কে অনেককিছু শিখেছেন।

এটা ছিল থিয়ানকুং মহাকাশকেন্দ্র থেকে নেয়া নভোচারীদের দ্বিতীয় ক্লাস। আজকের অনুষ্ঠানে আমরা এ বিশেষ ক্লাসের কিছু দিক তুলে ধরবো।

দ্বিতীয় ক্লাসের শুরুতে ৩ জন নভোচারী নিজেদের নাম-পরিচয় উল্লেখ করেন। এর পর থিয়ানকুং ক্লাসের দ্বিতীয় পাঠ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এবারের ক্লাসেও নারী নভোচারী ওয়াং ইয়া পিং আগের মতো চীনা ছাত্র-ছাত্রীদের জন্য কয়েকটি মজার মহাকাশ-পরীক্ষা তুলে ধরেন এবং নভোচারী ইয়ে কুয়াংফু মহাশূন্য সম্পর্কে খানিকটা ধারণা দেন। আর অন্য নভোচারী চাই চি কাং তাঁদের ক্লাস লাইভ প্রচারের জন্য ক্যামেরাম্যান হিসেবে কাজ করেন।

মহাকাশকেন্দ্রে ‘বরফ ও তুষার’ তৈরির পরীক্ষা

২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমসের কারণে চীনাদের মধ্যে বরফ ও তুষার ক্রীড়ার প্রতি আগ্রহ অনেক বেড়েছে। তাই শিক্ষক ওয়াং ইয়া পিং মহাশূন্যে ‘বরফ ও তুষার’ তৈরির পরীক্ষা প্রদর্শন করেন। তিনি এক হাতে একটি প্লাস্টিক ব্যাগ নেন। ব্যাগের ভিতরে সুপারস্যাচুরেটেড সোডিয়াম অ্যাসিটেট দ্রবণ আছে। ব্যাগের সাথে একটি স্ট্র যুক্ত আছে। তিনি খুব সাবধানে ব্যাগের ভিতর থেকে স্ট্র-র মাধ্যমে অল্প পরিমাণ তরল তুলে নেন। এর পর ধীরে ধীরে স্ট্র-র মুখে একটি ছোট স্বচ্ছ তরল বল দেখা যায়। তখন তিনি অন্য এক ধরনের জিনিস বলের সংস্পর্শে আনেন। হঠাত্ স্বচ্ছ বল একটি বরফের বলে পরিণত হয়। সেই দৃশ্য দেখে ছাত্রছাত্রীরা অনেক অবাক হয়ে যায়। এ পরীক্ষার ব্যাখ্যায় শিক্ষক ওয়াং বলেন, আসলে সুপারস্যাচুরেটেড সোডিয়াম অ্যাসিটেট দ্রবণ গরম পানিতে সহজে দ্রবীভূত হয়, তাই কেবল অল্প পরিমাণের স্ফটিক নিউক্লিয়াস কণা যুক্ত করে তা কম সময়ের মধ্যে স্ফটিক সৃষ্টি হয়।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn