বাংলা

২০২২ বেইজিং শীত্কালীন প্যারালিম্পিক গেমসের মাস্কট স্যুয়ে রং রংয়ের ডিজাইনারের গল্প

CMGPublished: 2022-03-21 17:06:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ মাস্কট ডিজাইনের পর সংশ্লিষ্ট ইমোজি ও পেরিফেরাল পণ্যের ডিজাইন কাজ শুরু করেন তারা। তাদের ডিজাইন ব্যাপক স্বীকৃতি ও প্রশংসা পেয়েছে। বেইজিং শীতকালীন অলিম্পিক কমিটির সাংস্কৃতিক ইমোজি বিভাগের পরিচালক লিন ছুন চেন বলেন, এ লন্ঠনের মূর্তি অনেক ভালো, দেখতে অনেক লাভলি। মাস্কট পর্যালোচনা কমিটির চেয়ারম্যান চিয়াং সিয়াও ইয়ু বলেন, স্যুয়ে রং রং চীনের সংস্কৃতি ও অলিম্পিক চেতনার সংমিশ্রণ ঘটিয়েছে, যা চীনা সভ্যতা ও অলিম্পিক গেমসের প্রদর্শন এবং চীনা জনগণের অলিম্পিক গেমস ও বিশ্বের জন্য দেওয়া শ্রেষ্ঠ উপহার।

এ মাস্কটের প্রধান ডিজাইনার মেয়ে চিয়াং বলেন, ‘স্যুয়ে রং রং আমার জীবনের শ্রেষ্ঠ ও লাভলি উপহার। ভবিষ্যতে ডিজাইনার হিসেবে কাজ করার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে।’ বর্তমানে মেয়ে চিয়াং ইয়ু ফান চিলিন শিল্পকলা একাডেমির ভিশন সম্প্রচার বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। ডিজাইন কাজ সম্পর্কে সে বলল, ‘একজন সেরা ডিজাইনার হওয়া সহজ ব্যাপার নয়। তবে ভবিষ্যতে আরও সুন্দর ও সত্যিকারের শিল্পকর্ম তৈরিতে চেষ্টা করব।’

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn