বাংলা

২০২২ বেইজিং শীত্কালীন প্যারালিম্পিক গেমসের মাস্কট স্যুয়ে রং রংয়ের ডিজাইনারের গল্প

CMGPublished: 2022-03-21 17:06:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমস সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। গত দেড় মাসের মধ্যে বিশ্বের অনেক দেশের খেলোয়াড়রা বেইজিংয়ে এসে অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন এবং খেলাধুলায় আগ্রহীদের জন্য সুন্দর প্রতিযোগিতা তুলে ধরেছেন। শীতকালীন অলিম্পিক গেমস বেইজিংয়ে হওয়ায় আমরাও কাছ থেকে শীতকালীন বরফ ও তুষার খেলার আমেজ অনুভব করেছি। মহামারীর কারণে স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ ছিল না। তবে, টেলিভিশন বা মোবাইল ফোনে বিভিন্ন প্রতিযোগিতার লাইভ অনুষ্ঠান দেখেছি।

এবার শীতকালীন অলিম্পিক গেমসের দুটি মাস্কট ব্যাপক জনপ্রিয়তা পায়। এদের নাম পিংতুনতুন আর স্যুয়ে রং রং। অলিম্পিকে যারা পদক পেয়েছেন, তাদের সবার হাতে একটি সোনার পিংতুনতুন বা সোনার স্যুয়ে রং রং দেওয়া হয়েছে। স্যুয়ে রং রং প্যারালিম্পিক গেমসের বিশেষ মাস্কট। আজকের অনুষ্ঠানে আমরা স্যুয়ে রং রংয়ের ডিজাইনারদের কিছু তথ্য তুলে ধরবো।

গত ৪ মার্চ ২০২২ বেইজিং প্যারালিম্পিক গেমসের মাস্কট স্যুয়ে রং রংয়ের সাথে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দেশের খেলোয়াড়দের পরিচয় হয়। চীনের চিলিন শিল্পকলা একাডেমির ডিজাইনারদল ৩ বছরেরও বেশি সময় ধরে স্যুয়ে রং রংয়ের ডিজাইনের কাজ করেছেন। ওই দিন রাতে ডিজাইনাররা একসাথে বেইজিং প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন এবং একসাথে স্যুয়ে রং রংয়ের সঙ্গে ছবি তোলেন। এ মুহূর্ত সবার জন্য স্মরণীয় ও তাত্পর্যপূর্ণ।

স্যুয়ে রং রংয়ের ডিজাইনে পুরোপুরি চীনের ঐতিহ্যিক সংস্কৃতির উপাদান প্রতিফলিত হয়। দূর থেকে দেখলে তার চীনা লণ্ঠনের আকৃতি ফুটে ওঠে। তার মাথায় ‘রু’ই’ আকারের তুষার রয়েছে, যা চীনা ভাষায় সুখ বা শুভকামনার প্রতীক; মাথার ওপর শান্তির পায়রা মৈত্রীর প্রতীক; এবং শরীরে ঐতিহ্যিক কাগজ কাটা হস্তশিল্পের অস্তিত্ব।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn