বাংলা

২০২২ বেইজিং শীত্কালীন প্যারালিম্পিক গেমসের মাস্কট স্যুয়ে রং রংয়ের ডিজাইনারের গল্প

CMGPublished: 2022-03-21 17:06:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

স্যুয়ে রং রং একমাত্র মাস্কট যার মধ্য থেকে আলো ছড়িয়ে পড়ে। শীতকালীন অলিম্পিক গেমসের মাস্কট ইতিহাসে এমনটা এবারই প্রথম দেখা গেল। স্যুয়ে রং রংয়ের আলো কেবল লন্ঠনের বৈচিত্র্যের প্রতিফলন নয়, বরং প্যারালিম্পিক গেমসের অংশগ্রহণকারী খেলোয়াড়দের স্বপ্ন উজ্জ্বল করা এবং বিশ্বকে উষ্ণ করার প্রতীকও বটে। তাই মাস্কট হিসেবে স্যুয়ে রং রং মৈত্রী, সাহস ও দৃঢ় প্রতিজ্ঞা প্রতীক।

২৪ বছর বয়সের চিয়াং ইয়ু ফান স্যুয়ে রং রংয়ের ডিজাইনারদের অন্যতম। তার ডিজাইন ৬০০০টিরও বেশি ডিজাইনের মধ্য থেকে নির্বাচিত হয়। এটা তাঁর জন্য আনন্দদায়ক ব্যাপার। আসলে ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর বেইজিং অলিম্পিক গেমস কমিটি ‘২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের মাস্কট সংগ্রহ কার্যক্রম’ আয়োজন করে। তখন সারা বিশ্ব থেকে উপযোগী মাস্কট ডিজাইন সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০ দিন পর শিক্ষকদের সহায়তায় চিলিন শিল্পকলা একাডেমির ১০১টি ডিজাইন বেইজিংয়ের অলিম্পিক গেমস কমিটির হাতে পৌঁছে দেওয়া হয়। সেই সময় ছাত্রী চিয়াং ইয়ু ফান এ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে পড়াশোনা করতেন। যখন শীতকালীন অলিম্পিক গেমসের জন্য মাস্কট ডিজাইন করার সিদ্ধান্ত নেন, তখন তিনি বিভিন্ন অলিম্পিক গেমসের মাস্কটের ডিজাইন সংগ্রহ করে তাদের বৈশিষ্ট্যগুলো খুঁটিয়ে দেখেন। তিনি খেয়াল করেন যে, আগের মাস্কটগুলোর অধিকাংশই পশুপাখির আকৃতির। তাই তিনি তার প্রথম ডিজাইনে তিনি এলক বেছে নেন। তবে তার বিশ্ববিদ্যালয়ের অনেকেই এলক দিয়ে ডিজাইন করেছেন। তখন শিক্ষক বলেন যে, সারা বিশ্বে এলকের তুষার বরফ ক্রীড়ার ক্ষেত্রে বিশেষ তাত্পর্য রয়েছে, তাই এমন ডিজাইন স্বাভাবিক, অন্যান্য জিনিসও মাস্কট হতে পারে।

মেয়ে চিয়াংয়ের জন্মস্থান উত্তরপূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের ইছুন শহরের চিয়া’ইন জেলায়। প্রতিবছরের বসন্ত উত্সবে তার জন্মস্থানে প্রতিটি বাড়িতে বড় সাইজের লাল লন্ঠন ঝুলানো হয়। হঠাৎএ চিন্তাভাবনা তাকে অনুপ্রেরণা যোগায়। তিনি চীনা গিঁট ও লন্ঠন দিয়ে মাস্কট ডিজাইন করেন। স্যুয়ে রং রংয়ের মূল আকৃতি তখনই সৃষ্টি হয়। তবে পরে তিনি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হন। ২০১৯ সালে বেইজিং অলিম্পিক গেমস কমিটির বিশেষজ্ঞদের অধিবেশনে মাস্কট ডিজাইনে ব্যাপক পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়। তার মানে কেবল মাস্কটের মূল আকার ও বৈশিষ্ট্য লন্ঠন বজায় রাখা হলেও, বিস্তারিত ডিজাইনে ব্যাপক সংশোধন করতে হবে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn