বাংলা

চীনের কুইচৌ প্রদেশের লিউপানশুই শহরের তাওয়ান জেলার হাইকা গ্রামের এক প্রাথমিক স্কুলের মজার ও আকর্ষণীয় গল্প-China Radio International

criPublished: 2021-01-04 18:28:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের আসরে চীনের কুইচৌ প্রদেশের লিউপানশুই শহরের তাওয়ান জেলার হাইকা গ্রামের এক প্রাথমিক স্কুলের মজার ও আকর্ষণীয় গল্প আপনাদের সাথে শেয়ার করবো। এ স্কুল কুইচৌ প্রদেশের সবচেয়ে উঁচু পাহাড় চিউছাইপিংয়ের পর্বতমালায় অবস্থিত। এখানকার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ২৩৬০ মিটার। দূরবর্তী এলাকায় অবস্থিত এ স্কুলে আগে মাত্র একজন শিক্ষক ও ৮ জন শিক্ষার্থী ছিল। ২০১৯ সালের আগে এখানকার প্রাথমিক স্কুলের শেষ ক্লাস পর্যন্ত শিক্ষার্থী থাকতো না। তবে বর্তমানে স্কুলে মোট ১০৭ জন ছাত্রছাত্রী রয়েছে। সবাই এক ধরনের বাদ্যযন্ত্র শিখেছে। তাই স্থানীয় গ্রামবাসীরা এটাকে ‘রক অ্যান্ড রোল স্কুল’ বলে ডাকে।

গ্রামের বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার ঘরবাড়িগুলোর মধ্যে দূরত্ব বেশি। গ্রামের বাচ্চাদের পাহাড় অতিক্রম করে স্কুলে যেতে হয় এবং স্কুল থেকে বাসায় ফিরে কৃষিকাজও করতে হয়। কারণ, তাদের অনেকের পিতামাতা অন্যান্য শহর বা জেলায় চাকরি করেন। অতীতকালে স্কুলের ছাত্রছাত্রীদের কখনও হাসিমুখ দেখা যেতো না। সারাদিন তারা চুপচাপ থাকতো, কেউ লেখাধুলায়ও আগ্রহ দেখাতো না তেমন একটা। পরে একজন শিক্ষকের আগমন স্কুলের ছাত্রছাত্রীদের জীবনে বড় পরিবর্তন বয়ে আনে। ২০১৬ সালে কু ইয়া নামক একজন শিক্ষক স্কুলের বিশেষ শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি গিটার বাজাতে পছন্দ করেন। তিনি যখন গিটার বাজান, তখন গিটারের শব্দ ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে শুনে থাকে। পরে তিনি গিটার নিয়ে স্কুলের ক্লাসরুম আসা শুরু করেন এবং ছাত্রছাত্রীদের গিটার বাজাতে উত্সাহ দেন। শুরুর দিকে স্কুলে কোনো বাদ্যযন্ত্র ছিল না। বাজেটও যথেষ্ঠ নয়। স্কুলের প্রেসিডেন্ট জনাব চেং লুং বলেন, তিনি জেলার ১০টিরও বেশি প্রাথমিক স্কুলে গিয়েছেন এবং মাত্র দু-তিনটি স্কুলে বাদ্যযন্ত্র পেয়েছেন। তিনি স্কুলের জন্য ৪টি বাদ্যযন্ত্র ভাড়া করেন।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn