বাংলা

‘কিউআর কোড’ পণ্যভোগ সুবিধায়, চীনে বিদেশীদের মোবাইল পেমেন্ট লেনদেন দ্বিগুণ

CMGPublished: 2024-07-15 10:03:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের ট্রানজিট ভিসা-মুক্ত নীতি অনেক বিদেশী পর্যটককে চীনে ভ্রমন করতে আকর্ষণ করছে। তাদের মধ্যে অনেকের জন্য কিউআর কোড পে অভিজ্ঞতাগুলোর অন্যতম।

সাম্প্রতিক বছরগুলোতে চীনে মোবাইল পে’র দ্রুত উন্নয়ন হয় এবং এটি বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে। পুরোপুরিভাবে চীনে আসা বিদেশীদের চাহিদা বিবেচনা করে, চলতি বছরের মার্চ মাসে প্রকাশিত ‘অধিকতরভাবে পেমেন্ট পরিষেবা সুবিন্যস্ত করে, পেমেন্ট সুবিধাকরণ সংক্রান্ত মতামত’-এ অধিকতরভাবে মোবাইল পেমেন্টের সুবিধাকরণ উন্নীত করার কথা উল্লেখ করা হয়।

এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিভাগ দেশে-বিদেশে পেমেন্ট সুষ্ঠু করার চেষ্টা চালিয়ে, এক দিকে বিদেশী ব্যাংক কার্ড আলিপে’র মতো চীনের অভ্যন্তরীণ ব্যবসায়িক পণ্যভোগের সঙ্গে সংযুক্ত করে, অন্য দিকে আরো বেশি বিদেশি ই-ওয়ালেট চীনে ব্যবহার সমর্থন দেয়।

নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের প্রথমার্ধে ‘বিদেশী কার্ডের অভ্যন্তরীণ বাইন্ডিং’ পরিষেবা লেনদেনের সংখ্যা ছিল ৩.৭ কোটির বেশি এবং মূল্য ছিল ৫৪১.৭ কোটি ইউয়ান, যা যথাক্রমে গত বছরের একই সময়ের তুলনায় ৬.৬৫ ও ৮.০৩ গুণ বেড়েছে।

সংশ্লিষ্ট ব্যবস্থার বেগবান হওয়ায় চীনে আসা বিদেশীদের অনলাইন ও অফলাইন পণ্য ও পরিষেবা কেনার পেমেন্ট অভিজ্ঞতাও ধারাবাহিকভাবে সুবিন্যস্ত হয়। ই-কর্মাস প্ল্যাটফর্মের বিক্রয় প্রচারে ‘বিদেশী কার্ডের অভ্যন্তরীণ বাইন্ডিং’ পরিষেবার লেনদেন স্পষ্টভাবে বেড়েছে। জানা গেছে, গত ১৫ জুন ‘বিদেশী কার্ডের অভ্যন্তরীণ বাইন্ডিং’ পরিষেবার মাত্রা ইতিহাসে সর্বোচ্চ ছিল। সেদিন সাফল্যের সঙ্গে লেন-দেনের সংখ্যা ৩.২ লাখ এবং মূল্য ছিল ৪৭৮.৫ লাখ ইউয়ান।

অবশ্যই এসবই পিপলস ব্যাংক অফ চায়না’র সংশ্লিষ্ট ব্যবস্থার সমর্থন ছাড়া হয়নি। একটি মোবাইল ফোন দিয়ে চীনে ভ্রমন করা আরো বেশি বিদেশীদের দারুণ অভিজ্ঞতায় পরিণত হচ্ছে। সম্প্রতি ১০৩টি দেশের ৭১৪ জন বিদেশী পর্যটকের উপর সর্বশেষ জরিপে দেখা গেছে, চীনে ভ্রমণকারী ৮৬ শতাংশ বিদেশি পর্যটক মনে করেন, চীনে পেমেন্ট আরো সুবিধাজনক হয়েছে। তাদের মধ্যে অধিকাংশ চীনের মোবাইল পেমেন্টের বিষয়টি অনুধাবন করেছেন।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn