বাংলা

‘কিউআর কোড’ পণ্যভোগ সুবিধায়, চীনে বিদেশীদের মোবাইল পেমেন্ট লেনদেন দ্বিগুণ

CMGPublished: 2024-07-15 10:03:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ছোংছিংয়ের জনগণের মুক্তি স্মৃতিস্তম্ভ থেকে ছেংদুয়ের ছুনসি রোড পর্যন্ত, দুধ চা থেকে হটপট পর্যন্ত, সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আইজ্যাক কয়েক দিনের মধ্যে দু’টো শহরের অনেক দর্শনীয় স্থানে বেড়িয়েছেন। বেড়ানোর পথে খাওয়া, খেলা, কেনাকাটা বা থাকা ইত্যাদি সবই মোবাইলের মাধ্যমে পেমেন্ট করা হয়। দ্রুতগতির ট্রেন বা পাতাল রেলে করে সিঙ্গাপুরের স্থানীয় ই-ওয়ালেট ব্যবহার করা যায়, যা খুবই সুবিধাজনক।

চাজি সিছুয়ান শাখা কোম্পানির জেনারেল ম্যানেজার ছেন শিয়াওমিং জানান, চলতি বছর থেকে দোকানে পানীয় কেনার বিদেশি ক্রেতার সংখ্যা স্পষ্টভাবে বেড়েছে। কোন কোন বিদেশি ক্রেতা নিজেদের দেশের ই-ওয়ালেট দিয়ে পেমেন্ট করতে পেরে খুব খুশি।

বর্তমানে ‘আউটসোর্সিং ও অভ্যন্তরীণ ব্যবহার’ অন্তর্ভুক্তির মাত্রা অব্যাহতভাবে সম্প্রসারিত হচ্ছে। জানা গেছে, বর্তমানে আলিপে সমর্থনকারী ‘আউটসোর্সিং ও অভ্যন্তরীণ ব্যবহার’ বিদেশি ওয়ালেটের সংখ্যা থাইল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও কাজাখস্তানসহ ৯টি দেশ ও অঞ্চলের ১২টিতে পৌঁছেছে।

দেশি-বিদেশি সংস্থা ‘পয়েন্ট-টু-পয়েন্ট’ সহযোগিতামূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া আর্থিক অবকাঠামোর মধ্যে সহযোগিতামূলক সংযুক্তিও জোরদার করা হচ্ছে।

নেটওয়ার্ক ইউনিয়ন ক্লিয়ারিং কর্পোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তি জানান, চলতি বছরের প্রথমার্ধে কোম্পানিটি মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অধীনে আর্থিক অবকাঠামো পেনেট কোম্পানির সঙ্গে সযহোগিতার মাধ্যমে একবারই তার ৮টি সদস্য সংস্থার ই-ওয়ালেট অ্যাক্সেস করেছে। ‘নেটওয়ার্ক থেকে নেটওয়ার্ক’ সহযোগিতার পেমেন্ট পরিসেবা ‘প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত’ সুবিন্যস্তভাবে বাস্তবায়ন করা যাবে, যা ব্যাপকভাবে অ্যাক্সেস কার্যকারিতা ও সহযোগিতার মান উন্নীত করেছে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn