‘কিউআর কোড’ পণ্যভোগ সুবিধায়, চীনে বিদেশীদের মোবাইল পেমেন্ট লেনদেন দ্বিগুণ
বর্তমানে চীনের মোবাইল পেমেন্টের জনপ্রিয় করার হার ৮৬ শতাংশে দাঁড়িয়েছে। কীভাবে বিদেশী বন্ধুদের আরো ভালোভাবে মোবাইল পেমেন্টের সুবিধা সম্পর্কে ধারনা দেয়া যায়? সম্প্রতি পেমেন্ট শিল্পে বিভিন্ন পক্ষ ইতিবাচকভাবে ‘আউটসোর্সিং ও অভ্যন্তরীণ ব্যবহার’ (একটি অর্থপ্রদানের পদ্ধতি যেখানে ওয়াংলিয়ান ক্লিয়ারিং কোম্পানি প্রধান অনলাইন পেমেন্ট চ্যানেলের ভূমিকা পালন করে এবং বিদেশী বাসিন্দাদের দেশীয় ব্যবসায়ীদের অর্থ প্রদানের জন্য সরাসরি বিদেশী ওয়ালেট ব্যবহার করতে সহায়তা করে।) এবং ‘বিদেশী কার্ডের অভ্যন্তরীণ বাইন্ডিং’ (ওয়াংলিয়ান ক্লিয়ারিং কোম্পানির দ্বারা চালু করা একটি ব্যবসায়িক মডেল, যা বিদেশী বাসিন্দাদের ভিসা এবং মাস্টারকার্ডের মতো বিদেশী ব্যাঙ্ক কার্ডগুলোকে দেশীয় ওয়ালেটে আবদ্ধ করতে সহায়তা করে, বিদেশী ব্যাঙ্ক কার্ড এবং দেশীয় বারকোড পেমেন্টের মধ্যে বিরামহীন সংযোগ উপলব্ধি করে, এটি সহজ করে তোলে। চীনে আসা মানুষরা দেশের মধ্যে সহজেই অর্থ প্রদান করতে পারে।) এটি তুলে ধরার সঙ্গে সঙ্গে চীনে আসা বিদেশি মানুষের পেমেন্ট লেনদেন দ্বিগুণ হয়েছে। এছাড়া চীনের ডিজিটাল অর্থনৈতিক উন্নয়ন ফলাফলের প্রতি আরো গভীর অভিজ্ঞতা হয়েছে তাদের।

অস্ট্রেলিয়া থেকে আসা দম্পতি জেমি ও লিয়ানা ছেংদু শহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে গভীর ও বৈশিষ্ট্যময় বাশু সংস্কৃতির ‘খুয়ান জাই গলি’ বা বিস্তৃত-সংকীর্ণ গলি দর্শনীয় স্থানে রাস্তার ধোঁয়া অনুভব করতে আসেন। এবারের ভ্রমণ তাদের মনে যেটা গভীর ছাপ ফেলে, সেটি হলো প্রায়ই প্রত্যেক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাউন্টারের সামনে পেমেন্ট কিউআর কোড আছে।
চীনা বন্ধুর সাহায্যে লিয়ানা একটি কফি শপে প্রথমবারের মতো আলিপে ব্যবহারের অভিজ্ঞতা পান। ‘খুব দ্রুত, খুব সুবিধাজনক’। লিয়ানা বললেন, ভ্রমনের অধিকাংশ সময় তিনি নগদ বা ক্রেডিট কার্ডে পে করেন। চীনের মোবাইল পে’র অভিজ্ঞতা তার জন্য ‘খুবই বৈশিষ্ট্যময়’ অনুভুতি দেয়।
