মহানগরের আধুনিক গ্রামগুলো
শাংহাই শহরের ফেং সিয়ান এলাকায় রয়েছে ১৭৫টি গ্রাম। সারা অঞ্চলের ৮০ শতাংশ হচ্ছে গ্রামাঞ্চল এবং ৫০ শতাংশ হচ্ছে চাষের জমি। এখানে নতুন শহর ছাড়াও বিশাল গ্রামাঞ্চল আছে।
২০২৩ সালে ফেং সিয়ান অঞ্চলে গ্রামের সম্পদ ৪ হাজার ৪০০ কোটি ইউয়ান ছিল, যা ২০২২ সালের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। গ্রামাঞ্চলে মানুষের মাথাপিছু নিষ্পত্তিযোগ্য আয় ৪৪ হাজার ৫০০ ইউয়ান, যা ২০২২ সালের তুলনায় ৯.৫ শতাংশ বেশি।
শাংহাই শহরের গ্রাম পুনরুজ্জীবনের মূল এলাকা হিসেবে ফেং সিয়ান এলাকায় কীভাবে গ্রাম পুনরুজ্জীবন বাস্তবায়ন হয়? শহর ও গ্রামের সমন্বয় কেমন? প্রাকৃতিক সম্পদ কীভাবে অর্থনৈতিক সমৃদ্ধিতে পরিণত হবে? ধারাবাহিক উদ্ভাবন ও অন্বেষণের মাধ্যমে ফেং সিয়ান এলাকা আমাদেরকে এ সব প্রশ্নের উত্তর দিয়েছে।
একটি হাতের সব আঙ্গুল সমান নয়। একটি গ্রামে পুনরুজ্জীবন বাস্তবায়ন কাজ সহজ হতে পারে, তবে ১৭৫টি গ্রামে তা বাস্তবায়ন কোনভাবেই সহজ নয়। শাংহাই শহরের ফেং সিয়ান এলাকার সিপিসি সম্পাদক ইউয়ান ছুয়ান বলেন, গ্রাম ও গ্রামের ভৌগলিক অবস্থান ভিন্ন, অবস্থাও ভিন্ন। তাই গ্রাম পুনরুজ্জীবনের জন্য একটি সার্বিক সমন্বয় পরিকল্পনা প্রয়োজন।
২০২৩ সালের আগস্ট মাসে শাংহাই পাই চুন অর্থনীতি উন্নয়ন কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং তার উদ্যোগে ফেং সিয়ান এলাকায় শুরু হয় সার্বিক গ্রাম পুনরুজ্জীবনের প্রক্রিয়া। এ কোম্পানির দুটি কতর্ব্য রয়েছে। একটি হল, গ্রাম ও গ্রামের মধ্যে ব্যবধান এবং গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান কমানো আর দ্বিতীয়টা হল, কৃষকদের আয় বৃদ্ধি করা, যা গ্রাম পুনরুজ্জীবনের জন্য প্রয়োজীয় অর্থ সরবরাহ করবে।
পাই চুন কোম্পানির সিপিসি সম্পআদক ও সিইও কু পিং জানিয়েছেন, সারা অঞ্চলের সব গ্রাম একসাথে বিনিয়োগ করে এই কোম্পানি প্রতিষ্ঠা করে। কোম্পানি বাজারের নিয়ম অনুযায়ী ব্যবস্থাপনা করা যায় এবং ফেং সিয়ান এলাকার সব গ্রাম এ থেকে উপকৃত হতে পারে।