বাংলা

মহানগরের আধুনিক গ্রামগুলো

CMGPublished: 2024-04-10 12:48:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সিকা হরিণসহ নানা বন্যপ্রাণী এখানে বিচরণ করে এবং তাদের সংরক্ষণে বিশেষ নিয়ম প্রণয়ণ করেছে গ্রাম। গ্রামের সামনে একটি পর্যটক সেবা কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে পর্যটক, বিনিয়োগকারী ও প্রকৃতির সম্প্রীতিময় সহাবস্থান রয়েছে।

কৃষক যেমন গ্রামের বাসিন্দা, তেমনি উত্পাদনকারী, নির্মাতা ও রক্ষাকারী। ২০১৮ সাল থেকে ফেং সিয়ান এলাকায় চালু হয়েছে প্রাকৃতিক গ্রাম গ্রুপ প্রকল্প। গ্রামের বাসিন্দাদের বিভিন্ন গ্রুপে ভাগ করা হয় এবং তাদের স্ব ব্যবস্থাপনায় উত্সাহ দেয়া হয়। পরীক্ষার মাধ্যমে গ্রামকে মার্ক দেয়া হবে। যারা ভাল করে তাদেরকে বোনাস দেয়া হবে এবং যারা ভাল করবে না তাদের বার্ষিক বোনাস কেটে নেয়া হবে।

বর্তমানে ফেং সিয়ান এলাকায় মোট ১০৫ কোটি ইউয়ানের বোনাস দেয়া হয় এবং ১ লাখের বেশি কৃষক ও ১৭৫টি গ্রামের সব ক’টি এ প্রকল্পে আওতায় আসে, তার মানে এখানে প্রতিটি মানুষ গ্রাম রক্ষা ও সুন্দর করার দায়িত্ব পালন করে।

শাংহাই শহরের গ্রাম পুনরুজ্জীবনের মূল এলাকা হিসেবে ফেং সিয়ান এলাকা সবসময় প্রকৃত অবস্থা অনুযায়ী সংস্কার ও উদ্ভাবন করে এবং কৃষির মান ও কার্যকারিতা বাড়িয়ে দেয়, কৃষকদের আয় বৃদ্ধি করে। এভাবে, আন্তর্জাতিক মেগাসিটি শাংহাইয়ের ফেং সিয়ান এলাকা গ্রাম ও শহরের সমন্বিত উন্নয়নের উপায় খুঁজে পেয়েছে।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn