বাংলা

মহানগরের আধুনিক গ্রামগুলো

CMGPublished: 2024-04-10 12:48:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শাংহাই শহরের ফেং সিয়ান এলাকায় রয়েছে ১৭৫টি গ্রাম। সারা অঞ্চলের ৮০ শতাংশ হচ্ছে গ্রামাঞ্চল এবং ৫০ শতাংশ হচ্ছে চাষের জমি। এখানে নতুন শহর ছাড়াও বিশাল গ্রামাঞ্চল আছে।

২০২৩ সালে ফেং সিয়ান অঞ্চলে গ্রামের সম্পদ ৪ হাজার ৪০০ কোটি ইউয়ান ছিল, যা ২০২২ সালের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। গ্রামাঞ্চলে মানুষের মাথাপিছু নিষ্পত্তিযোগ্য আয় ৪৪ হাজার ৫০০ ইউয়ান, যা ২০২২ সালের তুলনায় ৯.৫ শতাংশ বেশি।

শাংহাই শহরের গ্রাম পুনরুজ্জীবনের মূল এলাকা হিসেবে ফেং সিয়ান এলাকায় কীভাবে গ্রাম পুনরুজ্জীবন বাস্তবায়ন হয়? শহর ও গ্রামের সমন্বয় কেমন? প্রাকৃতিক সম্পদ কীভাবে অর্থনৈতিক সমৃদ্ধিতে পরিণত হবে? ধারাবাহিক উদ্ভাবন ও অন্বেষণের মাধ্যমে ফেং সিয়ান এলাকা আমাদেরকে এ সব প্রশ্নের উত্তর দিয়েছে।

একটি হাতের সব আঙ্গুল সমান নয়। একটি গ্রামে পুনরুজ্জীবন বাস্তবায়ন কাজ সহজ হতে পারে, তবে ১৭৫টি গ্রামে তা বাস্তবায়ন কোনভাবেই সহজ নয়। শাংহাই শহরের ফেং সিয়ান এলাকার সিপিসি সম্পাদক ইউয়ান ছুয়ান বলেন, গ্রাম ও গ্রামের ভৌগলিক অবস্থান ভিন্ন, অবস্থাও ভিন্ন। তাই গ্রাম পুনরুজ্জীবনের জন্য একটি সার্বিক সমন্বয় পরিকল্পনা প্রয়োজন।

২০২৩ সালের আগস্ট মাসে শাংহাই পাই চুন অর্থনীতি উন্নয়ন কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং তার উদ্যোগে ফেং সিয়ান এলাকায় শুরু হয় সার্বিক গ্রাম পুনরুজ্জীবনের প্রক্রিয়া। এ কোম্পানির দুটি কতর্ব্য রয়েছে। একটি হল, গ্রাম ও গ্রামের মধ্যে ব্যবধান এবং গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান কমানো আর দ্বিতীয়টা হল, কৃষকদের আয় বৃদ্ধি করা, যা গ্রাম পুনরুজ্জীবনের জন্য প্রয়োজীয় অর্থ সরবরাহ করবে।

পাই চুন কোম্পানির সিপিসি সম্পআদক ও সিইও কু পিং জানিয়েছেন, সারা অঞ্চলের সব গ্রাম একসাথে বিনিয়োগ করে এই কোম্পানি প্রতিষ্ঠা করে। কোম্পানি বাজারের নিয়ম অনুযায়ী ব্যবস্থাপনা করা যায় এবং ফেং সিয়ান এলাকার সব গ্রাম এ থেকে উপকৃত হতে পারে।

সম্পত্তি কিনে, শিল্প পার্ক উন্নয়ন করে এবং প্রকল্পে বিনিয়োগ করার মাধ্যমে পাই চুন কোম্পানি যেন একটি বড় জাহাজের মতো আশ্রয় দিয়ে দুর্বল গ্রাম অর্থনীতিকে আন্তর্জাতিক মহানগর ও গ্রামের মিশ্রণে উন্নয়নের সুযোগ দেয়।

তাহলে পাই চুন কোম্পানি কী কী সাফলতা অর্জন করেছে? আমরা তুং ফেং একটি গ্রামে দেখতে যাব।

গত বছরের শেষ দিক এ পর্যন্ত তুং ফেং গ্রাম পাই চুন কোম্পানি থেকে মোট ৫৫ লাখ ইউয়ানের লভ্যাংশ পেয়েছে। গ্রামের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আয় বৃদ্ধি হবার পর তারা গ্রামে পাকা-রাস্তা নির্মাণ করেছেন, গ্রাম বাসিন্দাদের জন্য সেবা কেন্দ্র ও প্রবীণের জন্য ক্যান্টিন রুম প্রতিষ্ঠা করেছেন এবং এতে গ্রামের চেহারাও পুরোপুরি পরিবর্তিত হয়েছে।

বর্তমানে পাই চুন কোম্পানির অধীনে কোম্পানির সম্পদের পরিমাণ ২৫০ কোটি ইউয়ান এবং ২০২৩ সালের শেষ নাগাদ কোম্পানিটি মোট ১৩টি প্রকল্পে বিনিয়োগ করে এবং নানা গ্রাম মোট ৯৩ কোটি ইউয়ান লভ্যাংশ পেয়েছে।

সম্প্রতি ফেন সিয়ান এলাকায় অবস্থিতি শাংহাই এগ্রিকালচারাল ফ্যাক্টর এক্সচেঞ্জ কেন্দ্রে খোঁজ নেন সাংবাদিকরা। তারা দেখতে পান সেখানে কৃষিজমি ভাড়া ও ব্যবহার অধিকার, গ্রামীণ বসতবাড়ি ব্যবহারের অধিকার, কৃষি প্রযুক্তিসহ মেধাস্বত্ব, ক্ষুদ্র প্রকল্প ও ক্রয় চুক্তিসহ সব উন্মুক্তভাবে কেনাবেচা হতে পারে।

কিছু দিন আগে এখানে ৪ লাখ ৩০ হাজার ইউয়ানের একটি নিলাম হয়। এক্সচেঞ্জ কেন্দ্রের কর্মী দেখেন যে, একটি কোম্পানি জমা দেয়া একটি পরিত্যক্ত সরঞ্জাম বাজারে আবার বিক্রি হতে পারে। এ সরঞ্জামের জন্য উপযোগী ক্রেতা খুঁজে বের করতে নিলামের আয়োজন করা হয়। একটি পরিত্যক্ত সরঞ্জাম হিসেবে যার কোনো দামই ছিল না, সেটি কয়েক দফা বিডের পর অবশেষে ৪ লাখ ৩০ হাজার ইউয়ানে বিক্রি হয়। তার মানে কোম্পানির আয় ৪ লাখ ৩০ হাজার ইউয়ান বেড়ে যায়।

এখানে কৃষি সম্পর্কিত উপাদান টাকায় পরিণত হয়। ধরুন, গ্রামে ৬০ বছর বা তার চেয়ে বয়সি প্রবীণদের জন্য চাল দেয়া হবে আর এ জন্য কেন্দ্রে উন্মু্ক্ত বিড চালু হলো। ৬টি কোম্পানির ৯ ধরনের চাল এ বিডে অংশ নেয়। গ্রামের শস্য শুকানোর ঘরের ভাড়ার জন্য এ কেন্দ্রে উন্মুক্ত নিলাম হয়। ভাড়ার দাম ৬০ শতাংশ বেশি হয়। গ্রামে মূলধন সম্পদ ও অন্যান্য সম্পদের তত্ত্বাবধান কঠিন এক ব্যাপার ছিল। এ সম্পর্কিত ব্যবসার আকার ছোট, তবে সংখ্যা বেশি তাই, অর্থ ও সম্পদ ব্যবস্থাপনা সুবিন্যস্ত ছিল না। শাংহাই এগ্রিকালচারাল ফ্যাক্টর এক্সচেঞ্জ কেন্দ্র এ সমস্যা সমাধান করে। কেন্দ্রের প্রধান লু ছিং ছিং জানিয়েছেন, গ্রামের নানা সম্পদ অধিকার নিলামে বিক্রয়ের মাধ্যমে আগে অব্যবহৃত সম্পদ বা নিম্ন কার্যকারিতার সম্পদের কার্যকর ব্যবহার বাস্তবায়ন হয় এবং সামাজিক অর্থ গ্রামে আসে যাতে গ্রামীণ অর্থনীতি ও শহরের অর্থনীতির গভীর মিশ্রণ হয়।

আকাশ থেকে দেখলে ফেং সিয়ান এলাকার পু সিউ গ্রাম, ইউয়ু লি গ্রাম ও হুয়াং ফু নদীর উত্তর তীরের বড় কারখানার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নদীর উত্তরে উচুঁ ভবন আর দক্ষিণ তীরে ১০০ হেক্টর বড় বন।

ইউয়ু লি গ্রামের সিপিসি সম্পাদক চিন চুং জানিয়েছেন, আরও বেশি কোম্পানি বিশেষ করে গবেষণা, আর্ট ও নকশার কোম্পানি এখন শান্ত প্রাকৃতিক পরিবেশে কাজ করতে পছন্দ করে, তাই তারা আমাদের গ্রামে আসে। সাম্প্রতিক বছরগুলোতে গ্রামে চালু হয় বিভিন্ন প্রকল্প যা কোম্পানিকে আকর্ষণ করে। পপসংগীত গ্রাম প্রকল্প বিখ্যাত সংগীত শিল্পী, অভিনেতা ও অভিনেত্রীদের আকর্ষণ করে। পরিবেশ সংরক্ষণ ও চিকিত্সা বিষয়ক কোম্পানি গ্রামের হ্রদের পাশে ৬টি অফিস খুলেছে। বড় একটি হোটেল এখানে বিনিয়োগ করতে প্রস্তুতি নিয়েছে। এ প্রকল্পগুলোর মাধ্যমে ইউয়ু লি গ্রাম ২০ কোটি ইউয়ান মূল্যের শুল্ক পেয়েছে এবং গ্রাম ১ কোটি ইউয়ানের নিষ্পত্তিযোগ্য আয় পায়। তার প্রতিবেশী গ্রাম পু সিউ গ্রাম কান্ট্রি পার্কের কেন্দ্রে অবস্থিত। তাই এখানে এসেছে অনেক বেশী সাংস্কৃতিক ও পর্যটন কোম্পানি।

সিকা হরিণসহ নানা বন্যপ্রাণী এখানে বিচরণ করে এবং তাদের সংরক্ষণে বিশেষ নিয়ম প্রণয়ণ করেছে গ্রাম। গ্রামের সামনে একটি পর্যটক সেবা কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে পর্যটক, বিনিয়োগকারী ও প্রকৃতির সম্প্রীতিময় সহাবস্থান রয়েছে।

কৃষক যেমন গ্রামের বাসিন্দা, তেমনি উত্পাদনকারী, নির্মাতা ও রক্ষাকারী। ২০১৮ সাল থেকে ফেং সিয়ান এলাকায় চালু হয়েছে প্রাকৃতিক গ্রাম গ্রুপ প্রকল্প। গ্রামের বাসিন্দাদের বিভিন্ন গ্রুপে ভাগ করা হয় এবং তাদের স্ব ব্যবস্থাপনায় উত্সাহ দেয়া হয়। পরীক্ষার মাধ্যমে গ্রামকে মার্ক দেয়া হবে। যারা ভাল করে তাদেরকে বোনাস দেয়া হবে এবং যারা ভাল করবে না তাদের বার্ষিক বোনাস কেটে নেয়া হবে।

বর্তমানে ফেং সিয়ান এলাকায় মোট ১০৫ কোটি ইউয়ানের বোনাস দেয়া হয় এবং ১ লাখের বেশি কৃষক ও ১৭৫টি গ্রামের সব ক’টি এ প্রকল্পে আওতায় আসে, তার মানে এখানে প্রতিটি মানুষ গ্রাম রক্ষা ও সুন্দর করার দায়িত্ব পালন করে।

শাংহাই শহরের গ্রাম পুনরুজ্জীবনের মূল এলাকা হিসেবে ফেং সিয়ান এলাকা সবসময় প্রকৃত অবস্থা অনুযায়ী সংস্কার ও উদ্ভাবন করে এবং কৃষির মান ও কার্যকারিতা বাড়িয়ে দেয়, কৃষকদের আয় বৃদ্ধি করে। এভাবে, আন্তর্জাতিক মেগাসিটি শাংহাইয়ের ফেং সিয়ান এলাকা গ্রাম ও শহরের সমন্বিত উন্নয়নের উপায় খুঁজে পেয়েছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn