রকেট চেজার
হাই নান শাং ফা বৈজ্ঞানিক পর্যটক কোম্পানির সিইও ইয়াং থিয়ান লিয়াং বলেন, মহাকাশ বিষয়ক পর্যটন শিল্পের ব্যাপক সম্ভবনা রয়েছে। গত বছর বেইজিং অ্যারোনটিক্যাল এবং অ্যাস্ট্রোনটিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক কুই হাই চাও মহাকাশে যান। তিনি পেশাদার মহাকাশচারী নন। এর অর্থ ভবিষ্যতে সাধারণ মানুষও মহাকাশে যেতে পারবে। এটি একটি সম্ভাব্য বাজার হবে।
ওয়েন ছাং শহরের ইতিহাস ২ হাজার ১০০ বছরের। এখানে একটি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র এবং চীনের প্রথম ব্যবসায়ী লঞ্চ সাইট আছে। এর সুবিধা কাজে লাগিয়ে ভবিষ্যতে ওয়েন ছাংয়ে মহাকাশ থিমের বিনোদন পার্কও নির্মিত হবে।
সতের জানুয়ারি রাতে, ওয়েন ছাং উৎক্ষেপণ কেন্দ্রে লং মার্চ ৭ রকেটের মাধ্যমে থিয়ান চৌ-৭ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করা হয়। আর এ জেলায় আবার শোনা যায় উষ্ণ উল্লাস।