বাংলা

বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় ১০ বছরের কৃষি সহযোগিতা

CMGPublished: 2024-01-03 14:47:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পাশাপাশি চীনের বৈশিষ্ট্যসম্পন্ন খাবার, চাও চি, চুং চি ও চীনের থালাবাসন দ্রুত বিদেশে জনপ্রিয় হচ্ছে। শ্যান সি প্রদেশের রো চিয়া মো হলো চীনা স্টাইলের হ্যামবার্গার আর এখন শুধু চীনে নয়, অন্য ১০-১২ দেশেও তা বিক্রি হচ্ছে। ফু চিয়ান প্রদেশের হুয়াং কেং জেলা চীনে বড় পেইন্টের বাঁশের চপস্টিক উত্পাদন কেন্দ্র এবং প্রতিবছর এখানে ৫০ কোটি জোড়া চপস্টিক উৎপাদিত হয়। তার মধ্যে ৩০ শতাংশ বিদেশে বিক্রি হয়।

উত্তর-পশ্চিম বিশ্ববিদ্যালয়ের রেশম পথ গবেষণালয়ের পরিচালক লু শান পিং বলেন, বেল্ট অ্যান্ড রোড-সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে কৃষিভিত্তিক দেশের সংখ্যা বেশি ও সেখানে কৃষির বড় বাজার আছে। জিডিপিতে কৃষির অনুপাত বেশি বলে কৃষি-উন্নয়ন তাদের অর্থনিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষির উচ্চ মানের বৈদেশিক উন্মুক্তকরণ এগিয়ে নিয়ে যাওয়া এখন নানা দেশের কৃষি ও গ্রামীণ আধূনিকায়ন বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ একটি পদ্ধতিতে পরিণত হয়েছে।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn