বাংলা

বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় ১০ বছরের কৃষি সহযোগিতা

CMGPublished: 2024-01-03 14:47:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত বছরের মে মাসে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শ্যানসি প্রদেশের সি’আন শহরে প্রথম চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেন। তারপর তিনি ও মধ্য এশিয়ার শীর্ষ নেতাদের সাথে ছয়টি ডালিম গাছ রোপন করেন। ডালিম বিদেশ থেকে রেশম পথের মাধ্যমে চীনে আসা একধরনের কৃষি পণ্য এবং বেল্ট অ্যান্ড রোড সংশ্লিষ্ট দেশের কৃষি সহযোগিতার প্রতিফলন।

আগে ডালিম, আঙ্গুর ও শণ প্রাচীন রেশম পথের মাধ্যমে চীনা আসত। আর এখন বেল্ট অ্যান্ড রোড সংশ্লিষ্ট দেশগুলোর কৃষিপণ্য সাগর ও পাহাড় অতিক্রম করে চীনা পরিবারে আসে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ চালু হওয়ার ১০ বছরে চীন কৃষি উন্মুক্তকরণ প্রসারিত করেছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে অভিন্ন সমৃদ্ধ অর্জন করেছে।

সি’আন শহরের আই চু কোম্পানির একটি ‘অভিজ্ঞতা-দোকানের’ একটি নুডলস স্থলে খাদ্যপ্রেমীরা স্থানীয় খাবার পিয়াং পিয়াং নুডলস তৈরির প্রক্রিয়া দেখছেন। তবে অনেকে জানেন না, এ নুডলসের কাঁচামাল ৩ হাজার কিলোমিটার দূরে কাজাখস্তান থেকে আসে। ২০১৫ সালে সি আন আই চু খাদ্য ও তেল কোম্পানির কর্মকর্তারা কাজাখস্তান পরিদর্শন করেন এবং স্থানীয় খামার মালিকের সঙ্গে গম চাষের চুক্তি স্বাক্ষর করেন। ২০১৫ সালে কাজাখস্তানে প্রতি হেক্টর জমিতে গমের উত্পাদনের পরিমাণ ছিল মাত্র ১ হাজার ৫০ কেজি থেকে দেড় হাজার কেজি। এখন আই চু কোম্পানির সহযোগিতা-এলাকায় গমের উত্পাদনের পরিমাণ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আই চু কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা চা হ্য ই বলেন, “আমরা সংশ্লিষ্ট দেশের আইন অনুসরণ করে কৃষি সহযোগিতা করি এবং স্থানীয় কৃষকদের সঙ্গে চাষ করি। প্রযুক্তি আপগ্রেড ও নির্ভুল চাষের মাধ্যমে উত্পাদনের পরিমাণ বাড়াই।”

সাম্প্রতিক বছরগুলোতে চীনা কোম্পানিগুলো সংশ্লিষ্ট দেশগুলোর সম্পদ-সুবিধা অনুযায়ী কৃষিবাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা করছে। চীন বেল্ট অ্যান্ড রোডসংশ্লিষ্ট প্রায় ৯০টি দেশের সঙ্গে ১০০টির বেশি কৃষি ও মৎস্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে এবং তাদের মধ্যে কৃষি পণ্য বাণিজ্যের পরিমাণ ১৩৯ দশমিক ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn