বাংলা

কেনিয়ার সুখের রাস্তা পাকা করেছে ‘এক অঞ্চল এক পথ’

CMGPublished: 2022-08-01 14:01:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পূর্ব আফ্রিকার বৃহত্তম বন্দর মোম্বাসা এবং কেনিয়ার রাজধানী নাইরোবিকে সংযুক্ত করা মোম্বাসা-নাইরোবি রেলপথ হচ্ছে চীনা মানদণ্ড, চীনা প্রযুক্তি এবং চীনা সরঞ্জাম দিয়ে নির্মিত আধুনিক রেলপথ এবং চীন-আফ্রিকা ‘এক অঞ্চল এক পথ’ নির্মাণে গুরুত্বপূর্ণ ফলাফল। সাম্প্রতিক পূর্ব আফ্রিকার প্রথম এক্সপ্রেস ওয়েই—নাইরোবি এক্সপ্রেস ওয়েই--এর পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে।

কেনিয়া স্বাধীন হবার পর তার বৃহত্তম অবকাঠামো নির্মাণ প্রকল্প মোম্বাসা-নাইরোবি রেলপথ ২০১৭ সালের ৩১ মে চালু হয়। দেশটির প্রেসিডেন্ট জোমো কেনিয়াত্তা উদ্বোধনী অনুষ্ঠানে আবেগপ্রবণভাবে বলেছেন, ‘কেনিয়ার জনগণের নতুন রেলপথ আছে। আমরা নতুন পেজ খুলে পরবর্তী ১শ’ বছর কেনিয়ার ইতিহাস লিখব’।

বর্তমানে মোম্বাসা-নাইরোবি রেলপথ নিরাপদে চালুর ৫ বছর হয়েছে। নিরাপদ, দ্রুত ও আরামদায়ক স্ট্যান্ডার্ড গেজ রেলপথ যাত্রীবাহী ট্রেন পরিষেবা কেনিয়ার জনগণের যাতায়াতের প্রথম বাছাই পরিবহনে পরিণত হয়েছে। এছাড়া, মালামাল পরিবহন পরিমাণও বছরের পর বছর বৃদ্ধির প্রবণতা বজায় রেখেছে। কেনিয়ার জন্য মোম্বাসা-নাইরোবি রেলপথ একটি “অর্থনৈতিক এক্সপ্রেস পথ”। পাশাপাশি, এটি দেশটির স্থানীয় জনগণের জীবনযাপনের জন্য বিরাট পরিবর্তন ডেকে আনছে।

২০১৬ সালে কনসিলিয়া ওয়্যার সহকারী চালক প্রার্থী হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। চীনে প্রশিক্ষণ সম্পন্ন করার পর তিনি কেনিয়ায় ফিরে গিয়ে মোম্বাসা-নাইরোবি রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। তিনি দেশটির বিখ্যাত তারকা চালক এবং মোম্বাসা-নাইরোবি রেলপথের প্রথম নারী চালক। দেশটির প্রেসিডেন্ট দুইবার করে তাঁর ট্রেনে চড়েন। বর্তমানে তিনি নিরাপদে ১ লাখ ৪ হাজার কিলোমিটার চালিয়েছেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn