আকাশ ছুঁতে চাই ৮৯
এই গুণী নারী পুঁতি দিয়ে অলংকার, পোশাক, ব্যাগসহ বিভিন্ন সামগ্রী তৈরি করেন।
ছু বলেন, এর জন্য শুধু কারুশিল্পে দক্ষতাই নয় একজোড়া তীক্ষ্ম চোখ এবং অভিজ্ঞ হাতের দরকার। চুলের মতো সরু সূতা দিয়ে চালের দানার চেয়েও ছোট পুতি গাঁথতে হয়।
সিল্কের উপর পুঁতি দিয়ে নকশাও করেন তিনি। এটি অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় রয়েছে। পরবর্তি প্রজন্মের কাছে এই শিল্পকে পৌছে দিতে ছু নিয়মিত প্রশিক্ষণ ক্লাস নেন। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেও এই কারুশিল্পের প্রশিক্ষণ দেন তিনি।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: মিম
সুপ্রিয় শ্রোতা। আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ