বাংলা

আকাশ ছুঁতে চাই ৮৯

CMGPublished: 2024-09-26 19:56:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কুইচৌ মিনচু ইউনিভার্সিটির চারুকলা বিভাগের শিক্ষক চাং চিং জানালেন, কুইচৌ মিনচু ‘টিন এমব্রয়ডারির কাজে সাধারণত গাঢ় নীল রঙের কাপড়ে নীল রংয়ের সুতা ব্যবহার করা হয়। এর সঙ্গে যুক্ত করা হয় রূপালি রঙের ধাতব সুতা। এতে রঙের বৈপরীত্য ফুটে ওঠে ভালো।

শৈশব থেকে টিন এমব্রয়ডারি নিয়ে পড়ে আছেন ওয়াং হেংশি। ৪৪ বছর বয়সী এ নারী ৭ বছর থাকতেই হাতেকলমে টিন এমব্রয়ডারি শেখা শুরু করেন। টিনের সুতার কারুকাজ করার আগে তাকে বেশ সময় নিয়ে কাপড়টাও তৈরি করতে হয়।

ওয়াং হেংশি জানালেন, টিনের সূচিকর্মের একটি টুকরো তৈরিতে হাজার হাজার টিনের স্ট্রিপ লাগে। মিলিমিটার আকারের প্রতিটি পাতলা সুতা সাবধানে কাটা হয়। শিল্পীর ধৈর্য ও মনযোগের পরীক্ষা হয়ে যায় এ কাজে। প্রক্রিয়াটি টানা কয়েক মাস চলতে পারে।

তিনি আরও জানালেন, ‘তিনটি পাতলা সুতার গুচ্ছকে একটি সুতা হিসেবে ধরতে হয়। কিছু কাজে আবার পাতলা ও সরু একটি টুকরো মানেই একট সুতা। সুতাগুলোকে ক্রস করলেই টিনের এমব্রয়ডারির প্যাটার্ন তৈরি হয়। এক্ষেত্রে যদি থ্রেডগুলো গুনতে ভুল করেন, তবে নকশাতেও ভুল হবে।’

এ ধরনের টিন এমব্রয়ডারিতে সাধারণত জ্যামিতিক বিন্যাসকেই প্রাধান্য দেওয়া হয়। মূল রংটা টিনের চকচকে রূপালি হলেও সঙ্গে কালো, নীল, লাল ও সবুজকেও প্রাধান্য দেওয়া হয়।

বেশ কয়েক বছর ধরেই মিয়াওদের এই টিন সূচিশিল্পের প্রদর্শনী হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও। বাইরের অনেক ফ্যাশন প্রতিষ্ঠানও এখন এই এমব্রয়ডারির অর্ডার পাঠাচ্ছে চিয়ানহ্যর কারিগরদের কাছে।

প্রতিবেদন: ফয়সল আবদুল্লাহ

কবিতায় চীনা ভাষা শেখান লি পোলিন

কবিতার মাধ্যমে চীনা ভাষা শেখান লি পোলিন। হুনান প্রদেশের একটি স্কুলে ১৩০০ শিক্ষার্থীকে কবিতার মাধ্যমে মনের জোর বাড়িয়েছেন নারী এই শিক্ষক। দিনে দিনে তারকা শিক্ষকে পরিণত হয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে।

২৮ বছর বয়সী লি পোলিন। গেল সাত বছর ধরে হুনান প্রদেশের গভীর অরণ্যে সুয়ু হোপ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন এই নারী। এই প্রদেশেই অবস্থিত সুয়ু হোপ প্রাথমিক বিদ্যালয়ের ১৩০০ শিক্ষার্থীকে চীনা ভাষা শেখান তিনি।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn