আকাশ ছুঁতে চাই ৮৯
এবারের পর্বে রয়েছে:
১. মিয়াও নারীর সূচশিল্প: টিনের সুতোয় ঝলমলে পোশাক
২. কবিতায় চীনা ভাষা শেখান লি পোলিন
৩. পুঁতিতে গাঁথা জীবনের কাব্য
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের এ পর্বের অনুষ্ঠানে রয়েছে মিয়াও নারীদের সূচিশিল্প নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। আরও রয়েছে কবিতার মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস জাগিয়ে তোলার এক অসাধারণ গল্প। সেইসঙ্গে আছে পুঁতিবুনন শিল্পের একজন নারী ইনহেরিটরের কথা। চলুন শোনা যাক পুরো অনুষ্ঠান।
মিয়াও নারীর সূচিশিল্প: টিনের সুতোয় ঝলমলে পোশাক
টিন দিয়ে সূচিশিল্প শুনলে অবাক হতে হয়। কিন্তু এই অবাককরা কাজটি আবহমান কাল থেকে করে চলেছেন মিয়াও নারী।
ধাতব বস্তু দিয়েও যে চাইলে সূচিশিল্পের কাজ করা যায় অনায়াসে সেটাই প্রমাণ করেছে কুইচৌ প্রদেশের মিয়াও জাতিগোষ্ঠীর নারীরা। পাতলা ও সরু টিনকে সুতা হিসেবে ব্যবহার করে এখানকার নারীরা যুগের পর যুগ বানিয়ে চলেছে দারুণ সব পোশাক ও অলংকার। এর আবেদন এত বেশি যে ২০০৬ সালেই জাতীয় পর্যায়ের বৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নেয় এই টিনের সূচিশিল্প।
এবারের গ্রীষ্মের প্রতিটি ছুটির দিনেই কুইচৌ প্রদেশের ছিয়ানতোংনান মিয়াও ও তোং স্বায়ত্তশাসিত প্রিফেকচারের মিয়াও অ্যান্ড তোং এথনিক কালচারাল পার্কে অনুষ্ঠিত হচ্ছে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনী। এখানে মিয়াও সূচিশিল্পে পোশাকগুলো ফুটিয়ে তুলেছে এখানকার স্থানীয় নারীদের নিখুঁত হাতের কাজের নমুনা। তবে চিয়ানহ্য কাউন্টি থেকে আসা টিনের সূচিশিল্পের পোশাক ছিল সবার আকর্ষণের কেন্দ্রে। এখানে আসা এক ক্রেতা জানালেন, ‘এই পোশাকগুলোকে বলে টিন এমব্রয়ডারি। এগুলো অন্য সূচিশিল্পের চেয়ে আলাদা। যখন চোখের সামনে এগুলো দেখবেন, এগুলো ঝলমল করে এক ধরনের ভিজুয়াল ইফেক্ট তৈরি করবে।’
এখন চীনের শুধু চিয়ানহ্য ও ছিয়ানতোংমিয়াওতেই পাওয়া যাবে নারীদের হাতে বোনা টিন এমব্রয়ডারির কাজ। এটি তৈরির প্রক্রিয়া বেশ জটিল ও সময়সাপেক্ষ। সূতার বুনন থেকে কাপড় বানানো, তাতে সূচের কারুকাজে ফুলের নকশা ফুটিয়ে তোলা ও টিনের ব্যবহার; একেকটি পোশাক তৈরিতে কয়েক বছরও লেগে যায়।