আকাশ ছুঁতে চাই ৮৩
লি ফাং জানান, এই যে ঝাঁকে ঝাঁকে পর্যটক আসছেন তার ফলে এই এলাকার স্থানীয় বাসিন্দাদের আয় অনেক বেড়েছে। অনেকে অংশীদারি ভিত্তিতে এই টুরিস্ট স্পট গড়ে তুলতে এগিয়ে এসেছেন । এরা লভ্যাংশ পাচ্ছেন। তারা নিজেদের উদ্যোগে গড়ে তুলছেন বিভিন্ন রকম হোম স্টে।
লি ফাং মরুভূমিকে সবুজ করে তোলা এবং পরিবেশ উন্নয়নেরও একজন কর্মী। তিনি বলেন, পর্যটন উন্নয়নে পরিবেশগত সুরক্ষাকেও তুলে ধরা উচিত। লি মনে করেন, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং প্রাকৃতিক সুরক্ষার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে হবে। লি ফাং জানান মরুভূমিতে আরও বেশি সবুজ শ্যামল যোগ করা হবে। এখানে আরও বেশি করে বৃক্ষ রোপণ করে সবুজ অঞ্চল গড়ে তোলা হবে। এই সবুজায়নেরও একজন কারিগর লি ফাং। দালাদ ব্যানার এলাকার পাহাড়ি মরুকে তিনি সবুজ করে তোলার স্বপ্ন দেখেন।
তিনি মনে করেন পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলা দরকার। তিনি এজন্য নিজেই বেশ কিছু বাগান তৈরি ও বৃক্ষরোপণের সঙ্গে যুক্ত হয়েছেন। লি ফাং টুর গাইড হিসেবেও কাজ করেন।