আকাশ ছুঁতে চাই ৮৩
প্যারিস অলিম্পিকে নারীদের বক্সিংয়েও সোনা জিতেছেন চীনের লি ছিয়ান। পানামার অ্যাথেনা বাইলনকে ৪-১ গোলে হারিয়ে বক্সিংয়ে সোনা জিতেন তিনি। তিনবারের অলিম্পিয়ান লি ছিয়ান। এর আগে টোকিও অলিম্পিকের রৌপ্যপদক জয়ী হয়েছিলেন লি।
টেবিল টেনিস
এবারের আসরে রোলাঁ গারোতে ইতিহাস গড়লেন চেং ছিনওয়েন। মেয়েদের একক টেনিসে অলিম্পিক স্বর্ণ পেলেন ২১ বছর বয়সী খেলোয়াড়। ব্রোঞ্জ জিতেছেন পোল্যান্ডের ইগা শিয়াটেক।
সেমিফাইনালে ইগা শিয়াটেককে বিদায় করেছিলেন ছিনওয়েন। ফাইনালে উঠে পাত্তা দেননি ক্রোয়েশিয়ার ডোন্না ভেকিচকে। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলার পর এবার ইতিহাসের পাতায় ছিনওয়েন। ওইবার হেরে রানারআপ হয়েছিলেন তিনি।
এক ঘণ্টা ৪৫ মিনিটের লড়াইয়ে ৬-২, ৬-৩ গেমে জিতে সোনা গলায় ঝুলালেন ছিনওয়েন। রৌপ্য পেয়েছেন ভেকিচ। প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে একক টেনিসে কোনও পদক পেলেন তিনি।
ব্যাডমিন্টন
প্যারিস অলিম্পিকের ব্যাডমিন্টন ইভেন্টে প্রথম স্বর্ণও জয় করে চীন। মিক্সড ডাবলসে শীর্ষ বাছাই হুয়াং ইয়া ছিয়ং । চেং সিউই্র সঙ্গে জুটি হয়ে মাত্র ৪১ মিনিটে দক্ষিণ কোরিয়ান জুটি কিম ওন-হো ও জেয়াং না-ইয়ানকে পরাজিত করে স্বর্ণ পদক জয় করেন ইয়া ছিয়ং।
তিন বছর আগে টোকিও গেমসের ফাইনালে পরাজিত চাইনিজ জুটি এবার আর কোন ভুল করেনি। ২১-৮, ২১-১১ পয়েন্টের সরাসরি গেমে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে রেকর্ড সৃষ্টি করেছেন হুয়াং-চেং জুটি।