আকাশ ছুঁতে চাই ৮৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে এভাবেই একেক পর এক জয়ে সোনা জিতে চীন। ১৭ দিনের এই যাত্রায় নানা অর্জনের মধ্যদিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে চীন। আর এই জয়ে বিশেষ অবদান রেখেছেন চীনের নারী খেলোয়াড়রা।
প্রতিবেদন- আফরিন মিম
সম্পাদনা- শান্তা মারিয়া
মরুভূমির সাহসী কন্যা লি ফাং
উত্তর পশ্চিম চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়া। এখানকার দালাদ ব্যানার এলাকার ইয়িনকেনতালা মরুভূমিতে গড়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রের অফিসার ইন চার্জ হিসেবে কাজ করছেন সাহসী নারী লি ফাং। শুনবো তার গল্প।
প্যাকেজ: ইনার মঙ্গোলিয়ার দুস্তর মরুভূমি। এখানে চলছে মরুভূমিকে সবুজ করে তোলার কাজ। আর চলছে পরিবেশ সম্মত পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ। দালাদ ব্যানার এলাকায় ইয়িনকেনতালা মরুভূমি সিনিক স্পট গড়ে তেুলতে অগ্রণী ভূমিকা পালন করেছেন একজন সাহসী নারী। নাম তার লি ফাং। ৩০ বছর বয়সী এই নারী ইয়িনকেনতালা ডেজার্ট সিনিক স্পটের অফিসার ইন চার্জ।
তাকে সাহসী নারী বলা হয় কারণ তিনি প্রথম এই ঊষর মরুভূমিতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা ভাবেন এবং এ বিষয়ে উদ্যোগী হন। তিনি এখানে একটি ক্যাপসুল ক্যাম্প স্থাপন করেছেন। এই ক্যাপসুল ক্যাম্প দেশ বিদেশের পর্যটকদের কাছে একটি নতুন আকর্ষণে পরিণত হয়েছে।
এখানে মরুভূমিতে উটের পিঠে চড়া, মরুভূমির সৌন্দর্য দেখা, রাতের মরুভূমি উপভোগ করাসহ নানা রকম আযোজন রয়েছে। পাশাপাশি রয়েছে ইনার মঙ্গোলিয়ার লোকজ সংস্কৃতির পরিবেশনা।