বাংলা

আকাশ ছুঁতে চাই ৮৩

CMGPublished: 2024-08-15 16:43:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

কী রয়েছে এবারের পর্বে

১. প্যারিস অলিম্পিকে চীনা নারীদের জয়জয়কার

২. মরুভূমির সাহসী কন্যা লি ফাং

প্যারিস অলিম্পিকে চীনা নারীদের জয়জয়কার

শেষ হলো অলিম্পিক গেমসের ৩৩তম আসর। প্যারিসে প্রায় তিন সপ্তাহের ৯১টি দেশের অ্যাথলেটরা লড়েছে ১০৪৪টি পদকের জন্য। রোববার দিনের শেষ ইভেন্টে সোনা জিতে সেরার দ্বিতীয় আসনে জায়গা করে নিলো চীন। এবারের আসরে বেশ কয়েকটি ইভেন্টে দেখা যায় নারী খেলোয়াড়দের সাফল্য। বিস্তারিত আফরিন মিমের প্রতিবেদনে।

১৭ দিনের উত্তেজনা, উৎকণ্ঠা, প্রত্যাশা আর আনন্দ-হতাশার শেষে বর্ণাঢ্য সমাপনীর মধ্য দিয়ে পর্দা নামল ২০২৪ প্যারিস অলিম্পিকের। পদক জয়ের মিশনে অ্যাথলেটরা মেতে উঠেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায়। প্রজ্বলন করার মধ্য দিয়ে যাত্রা শুরু হওয়া প্যারিস অলিম্পিকের সমাপ্তি টানা হয় অগ্নিশিখা নিভিয়ে দেওয়ার মাধ্যমে।এবারের আসরে চীন ৪০ সোনা, ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জসহ ৯১টি পদক পায়। তিন বছর আগে টোকিওতেও দ্বিতীয় অবস্থানে ছিল চীন।

ডাইভিং

প্যারিস অলিম্পিকের আসরে চীন সর্বোচ্চ ৮টি সোনা জিতেছে ডাইভিংয়ে। আর অলিম্পিক ২০২৪-এ ডাইভিংয়েও প্রথম স্বর্ণ জিতেছে চীন। নারীদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে ৩৩৭.৬৮ পয়েন্ট পেয়ে চীনকে প্রথম পূর্ণ দিবসের দ্বিতীয় স্বর্ণ এনে দেন চ্যান ইয়ানি ও চেন ইওয়েন।

এ চীনা জুটি গত তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় করায় এবার প্যারিস অলিম্পিকেও হট ফেভারিট হিসেবে খেলতে নামেন এবং শেষ পর্যন্ত তারাই হেসেছেন স্বর্ণের হাসি। চীনাদের সাফল্যের পেছনে অনুপ্রেরণা জুগিয়েছেন সমর্থকরা। চীনা পতাকা নিয়ে উচ্ছল সমর্থকরা উল্লাস ধ্বনিতে মুখরিত করে তোলেন ডাইভি সেন্টারটি। চীনা ডাইভাররা যে সময়ই লড়াইয়ে নেমেছেন তখনই তাদের উল্লাস ধ্ববনিতে জুগিয়েছেন চীনা দর্শক।

গত এক দশক ধরে ডাইভিংয়ে রাজত্ব করে চলেছে চীনারা। ২০২১ সালে টোকিও অলিম্পিক গেমসে তারা ডাইভিং থেকে সাতটি স্বর্ণপদক জয় করে। তবে কখনো আটটি স্বর্ণের সবগুলোই জেতা হয়নি। এবার সেই লক্ষ্যে ছুটছে চীনা ডাইভাররা।

১৯৮৪ সালের অলিম্পিকে ডাইভিং প্রথম অন্তর্ভুক্ত হয়। প্রথম স্বর্ণটি জিতে নেয় চীন। সেই থেকে এখন পর্যন্ত ৬৪টি স্বর্ণের ৪৭টি গেছে চীনে। এছাড়া ২৩টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জও জিতেছেন চীনারা।

আর্টিস্টিক সাঁতার

এদিকে আর্টিস্টিক সাঁতারের ডুয়েট ফ্রি ইভেন্টে চীনকে প্রথমবারের মতো সোনা এনে দেয় জমজ বোন ওয়াং লিউয়ি ও ওয়াং ছিয়ানয়ি। শনিবার ২৭ বছর বয়সী দুই বোন মিলে টেকনিক্যাল রুটিনে তুলেছেন ২৭৬.৭৮৬৭ পয়েন্ট এবং ডুয়েট ফ্রিতে তুলেছেন ২৮৯.৬৯১৬ পয়েন্ট।মোট ৫৬৬.৪৭৮৩ পয়েন্ট তুলে এ জুটিই ছিল বাকিদের চেয়ে এগিয়ে। ৫৫৮.৫৩৬৭ পয়েন্ট তুলে এই ইভেন্টে রুপা জিতে গ্রেট ব্রিটেন। আর নেদারল্যান্ডসকে ব্রোঞ্জ এনে দিয়েছেন ব্রেকিয়া ডি ব্রুভার ও নরকিয়া ডি ব্রুভার।

বক্সিং

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn