বাংলা

আকাশ ছুঁতে চাই ৭৫

CMGPublished: 2024-06-20 18:46:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এই উপন্যাসের একজন বড় ভক্ত সিয়াওওয়েই লাইভে একাধারে গল্পকথাক ও অভিনয়শিল্পী। তিনি বইটির কাহিনী বর্ণনা করেন, বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। ফিল্মিং, ভিডিও এডিটিং, চিত্রনাট্য লেখা, মেকআপ সবই তিনি নিজেই করেন। গত দুই বছরে তিনি তিনশর বেশি চরিত্রে একাই অভিনয় করেছেন।

কেন তিনি এই কাজটি করছেন। মূলত বিষণ্নতা ও ব্যর্থতা থেকে জীবনের মোড় ফেরানোর জন্যই এই বইকে বেছে নিয়েছেন তিনি। মাত্র দুই বছর আগে তার জীবনে দুর্যোগ নেমে আসে। তিনি একজন উদ্যোক্তা ছিলেন। তার ব্যবসায় ক্ষতি হয়। আর্থিক ক্ষতি, ব্যবসায় ব্যর্থতা সবমিলিয়ে বিষন্নতায় আক্রান্ত হন তিনি। এ সময় হোং লও মং উপন্যাসটি পড়ে শান্তি পান এবং ব্যর্থতা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করেন তিনি।

সিয়াওওয়েই বলেন, ‘আমার সব অর্থ নষ্ট হয়েছে। কিভাবে আমি এর সম্মুখীন হবো? অনুভব করছিলাম যে আমি একজন পুরোপুরি ব্যর্থ মানুষ।’

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn