বাংলা

আকাশ ছুঁতে চাই ৭৫

CMGPublished: 2024-06-20 18:46:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. লাল প্রাসাদের স্বপ্নকে জনপ্রিয় করছেন নারী

১. তরুণ প্রজন্মের কৃষক নারী তু মংইউয়ান

৩. জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে চীনের নারী চেং লেইলি

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

লাল প্রাসাদের স্বপ্নকে জনপ্রিয় করছেন নারী

চীনের চিরায়ত সাহিত্য থেকে পাঠ করে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এই সাহিত্যের আবেদন অনেক মানুষের কাছে পৌছে দিয়েছেন একজন নারী। এর মাধ্যমে তিনি যেমন চিরায়ত সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে পৌছে দেয়ার গুরু দায়িত্ব পালন করছেন তেমনি নিজেও পেয়েছেন সাফল্য ও জনপ্রিয়তা। ব্যতিক্রমী এই নারীর কথা শুনবো প্রতিবেদনে।

চীনের ক্লাসিক সাহিত্য ‘লাল প্রাসাদের স্বপ্ন’ বা এ ড্রিম অব রেড ম্যানশন থেকে অভিনয় করছেন একজন নারী। লাইভ স্ট্রিমিংয়ে এই গল্প শুনছে অসংখ্য মানুষ। চীনের চিরায়ত এই সাহিত্যকর্মকে এভাবেই অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন শিয়াওওয়েই।

পূর্ব চীনের শানতোং প্রদেশের চিনান সিটি। এখানকার একজন লাইভ স্ট্রিমার সিয়াওওয়েই। তিনি চিরায়ত চীনা সাহিত্য এ ড্রিম অব রেড ম্যানশন থেকে গল্প উপস্থাপন করেন।

লাইভ স্ট্রিমার সিয়াওওয়েই বলেন, ‘সত্যি কথা বলতে কি রোজগার তেমন বলার মতো নয়। আমি মাত্র কয়েক ডজন ইউয়ান দিনে আয় করতে পারি। কখনও কখনও একশ বা দু’শ ইউয়ান আয় হয়। তবে সাহিত্য পড়ার মাধ্যমে আমার নিজের যন্ত্রণার উপশম হয়। সেজন্য আমি সবার সঙ্গে এই চিরায়ত সাহিত্য ভাগ করে নিতে চাই যেটা আমাকে শান্তি দিয়েছে। আর এটা হলো ‘এ ড্রিম অব রেড ম্যানশন’।’

ছিং রাজবংশের সময়কার(১৬৪৪-১৯১১) এক অনন্য সাহিত্যকর্ম এ ড্রিম অব রেড ম্যানশন। চীনা ভাষায় এর নাম হোং লও মং। উপন্যাসটি প্রথম বই আকারে প্রকাশিত হয় ১৭৯১ সালে। চীনের চারটি সেরা ক্ল্যাসিক উপন্যাসের অন্যতম হোং লও মং এর লেখক ছাও সুয়েছিন এই মহাকাব্যিক উপন্যাসে চারটি অভিজাত পরিবারের উত্থান পতনের কাহিনী তুলে ধরেছেন। এই উপন্যাস অবলম্বনে টিভি সিরিয়াল ও চলচ্চিত্র হয়েছে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn